Arshad Nadeem : বন্ধু নীরজকে খুব মিস করছি, কমনওয়েলথে সোনা জিতে বললেন পাকিস্তানের নাদিম

Last Updated:

Pakistan gold medal winner Arshad Nadeem misses friend Neeraj Chopra at Commonwealth games. বন্ধু নীরজকে খুব মিস করছি, কমনওয়েলথে সোনা জিতে বললেন পাকিস্তানের নাদিম

নীরজকে মিস করেছেন নাদিম
নীরজকে মিস করেছেন নাদিম
#লন্ডন: তারা দুজনে খুব ভাল বন্ধু, একথা সবার জানা। বিদেশের মাটিতে গেলে খেলার বাইরে দুজনে একসঙ্গে অনেক সময় কাটান। পাকিস্তানের জ্যাভলিন তারকা আরশাদ নাদিম ভারতের নীরজ চোপড়ার বড় ভক্ত। কুঁচকির চোটের জন্য চলতি কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন নীরজ চোপড়া। অলিম্পিক্স সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার বার্মিংহ্যামে নামলে, ভারতকে যে, সোনা এনে দিতেন, তা একপ্রকার বলে দেওয়াই যায়।
আরও পড়ুন - Indian women cricket : জেতা ম্যাচ হেরে এসেছে! মহিলা ক্রিকেট দলের ওপর বিরক্ত সৌরভ থেকে আজহার
নীরজের অনুপস্থিতিতে তাঁর বন্ধু ও পাকিস্তানি প্রতিযোগী আর্শাদ নাদিম সোনা জিতে বাজিমাত করেন। গত রবিবার কমনওয়েলথে আর্শাদের বর্শা ৯০.১৮ মিটার দূরত্ব অতিক্রম করে রেকর্ড করেছিল। জীবনের সবচেয়ে বড় সাফল্যের স্বাদ পান তিনি। আর্শাদই পাকিস্তানের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসাবে বিগত ৬০ বছরে দেশকে প্রথম কমনওয়েলথ সোনা এনে দিয়েছেন।
advertisement
advertisement
সোনা জিতেও আর্শাদের মনে এক অন্য আক্ষেপ! কী সেই আক্ষেপ? কমনওয়েলথে বন্ধু নীরজের অভাব বোধ করেছেন তিনি। ম্যাচের পর আর্শাদ বলেন, দেখুন নীরজের অভাব আমি বোধ করেছি এখানে। ও প্রতিযোগিতায় অংশ নিতে আরও মজা হতো। আসলে আমরা সত্যিই খুব ভাল বন্ধু।
advertisement
দেখুন, চোট-আঘাত তো খেলারই অঙ্গ। আমি চাইব ঈশ্বর ওকে সুস্বাস্থ্য দিক। আগামীর ইভেন্টের জন্য নীরজকে আমার অনেক শুভেচ্ছা। আর্শাদের কেরিয়ারে কমনওয়েলথে সোনা জয়ই এখনও পর্যন্ত সবচেয়ে বড়। গত মাসে মার্কিন মুলুকে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন নীরজ।
চ্যাম্পিয়ন হয়েছিলেন গ্রেনাডার অ্যান্ডারসন পির্টাস। সেই অ্যান্ডারসনকে পিছনে ফেলেই আর্শাদ বার্মিংহ্যামে সোনা জেতেন। বন্ধুর স্বর্ণপদক জয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন নীরজ। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন জানিয়েছেন ভারতের সোনার ছেলে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Arshad Nadeem : বন্ধু নীরজকে খুব মিস করছি, কমনওয়েলথে সোনা জিতে বললেন পাকিস্তানের নাদিম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement