Indian women cricket : জেতা ম্যাচ হেরে এসেছে! মহিলা ক্রিকেট দলের ওপর বিরক্ত সৌরভ থেকে আজহার
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly and Azharuddin laments on Indian women cricket team missing gold medal. জেতা ম্যাচ হেরে এসেছে! মহিলা ক্রিকেট দলের ওপর বিরক্ত সৌরভ থেকে আজহার
#লন্ডন: ভারতীয় মহিলা ক্রিকেট দলকে প্রথম কমনওয়েলথ গেমসে রুপো জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমবারের প্রচেষ্টায় মেয়েদের এমন পারফরম্যান্স খুব একটা খারাপ নয়। কিন্তু ফাইনালে বেশিরভাগ সময় ম্যাচ নিজেদের দখলে রেখে শেষ পর্যন্ত হেরে আসা মেনে নিতে পারছেন না বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ।
তিনি মনে করেন হরমন, স্মৃতি, রেনুকাদের নিজেদেরও হতাশ লাগবে। সৌরভ মনে করেন যেভাবে জেমাইমা রড্রিগেজ আউট হওয়ার পর ভারতীয় দল পরপর উইকেট হারিয়েছে, সেটা খুব একটা ভাল বিজ্ঞাপন নয়। একেবারে জেতা ম্যাচ হেরে আসতে হয়েছে হরমনপ্রীত কউরদের! সোনার বদলে গলায় ঝোলাতে হয়েছে রুপোর পদক!
Congratulations to the Indian women's team for winning silver ..But they will go home disappointed as it was their game tonite ..@BCCIWomen
— Sourav Ganguly (@SGanguly99) August 7, 2022
advertisement
advertisement
গত রবিবার এজবাস্টনে কমনওয়েলথের সোনার দৌড়ে নেমেছিল ভারতীয় মহিলা দল। অস্ট্রেলিয়ার ১৬১ রান তাড়া করতে নেমে ভারত হেরেছে ১৫২ রানে। চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় টিম ইন্ডিয়ার এই হার মানতে পারেননি প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। ট্যুইটারে তিনি বিষোদগার করেছেন।
আজহার তাঁর ট্যুইটে লিখেছেন, 'জঘন্য ব্যাটিং ভারতীয় দলের। কোনও কমন সেন্সই নেই। প্লেটে সাজানো জয়ের ম্যাচ ছেড়ে দিল তারা।' আজহারের কড়া মন্তব্য একেবারেই ভাল চোখে দেখেননি ক্রীড়া অনুরাগীরা। আজহারউদ্দিন যে ভারতীয় ক্রিকেটের 'কলঙ্কিত নায়ক' তা মুহূর্তের মধ্যে মনে করিয়ে দিয়েছেন নেটিজেনরা।
advertisement
তাঁর বিতর্কিত ক্রিকেট কেরিয়ারও সামনে টেনে এনেছেন অনেকেই! কিন্তু ভারতের মহিলা ক্রিকেট দল ফাইনালে যেভাবে হেরেছে তাদের সমালোচনা প্রাপ্য এতে সন্দেহ নেই।
Location :
First Published :
August 09, 2022 11:35 AM IST