Pakistan cricket team: পাকিস্তানের নতুন বায়না! বিশ্বকাপে আফগানদের বিরুদ্ধে চেন্নাইতে খেলতে রাজি নয় বাবররা
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
লাহোর: একদিনের বিশ্বকাপের চূড়ান্ত সূচি সরকারিভাবে প্রকাশ করা হয়নি এখনও। তার মধ্যেই পাকিস্তানের বায়না চলছে। এবার একটা নতুন বায়না ধরেছে পাকিস্তান ক্রিকেট দল, আরও পরিষ্কার করে বললে তাদের বোর্ড। পাক সরকার সম্মতি দিলে তবেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসবে পাকিস্তান। জানিয়ে দিয়েছে পিসিবি। তারই মধ্যে নিজেদের পছন্দে ভেনু নিয়ে আবদার জারি রয়েছে।
গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের সম্ভাব্য ভেনু নরেন্দ্র মোদী স্টেডিয়াম। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে চায় না পাকিস্তান। পিসিবির দাবি, আমেদাবাদে পাকিস্তান নিরাপত্তার অভাববোধ করবে। এর পাশাপাশি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে খেলতেও ঘোর আপত্তি তাদের। তবে শুধু একটা টিমের বিরুদ্ধে। আফগানিস্তান।
Pakistan have expressed their desire to play the World Cup match against Afghanistan in Bengaluru instead of Chennai due to spin friendly behaviour of Chepauk. (Cricket Pakistan).
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 17, 2023
advertisement
advertisement
পিসিবির ধারণা স্পিন-শক্তিধর দল আফগানিস্তানের বিরুদ্ধে ইচ্ছে করেই স্পিন-সহায়ক চেন্নাইয়ের মাঠে পাকিস্তান ম্যাচের প্রস্তাব রেখেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানকে বিপদে ফেলতে চায়! আফগান টিমের অন্যতম প্রধান শক্তি রশিদ খান। তাছাড়া নূর আহমেদের মতো তরুণ স্পিনারও রয়েছে। চিপকে যাঁরা বাবরদের ফাঁদে ফেলতে পারে।
অর্থাৎ, রশিদদের স্পিন-শক্তিকে ডরাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। তাই আইসিসির কাছে পাকিস্তানের দাবি, চেন্নাইয়ের পরিবর্তে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি খেলা হোক বেঙ্গালুরুতে। ২০ অক্টোবর তার আগের ম্যাচটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে খেলার কথা পাকিস্তানের।
advertisement
পিসিবির দাবি, দুটো ম্যাচে ভেনু অদলবদল করে দেওয়া হোক। পাকিস্তানের এই অনুরোধ মেনে নেওয়া হবে কিনা নিশ্চিত নয়। এখন দেখার রশিদ খান, নুর আহমেদ, মুজিবুর রহমানদের আফগানিস্তানের বিরুদ্ধে তাদের ম্যাচ অন্য জায়গায় সরে যায় কিনা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2023 11:30 AM IST