ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট করবে নাকি পাকিস্তান? গুরুত্বপূর্ণ আপডেট দিলেন নতুন বোর্ড প্রধান
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Pakistan cricket board chairman says visiting India for 2023 cricket world cup decision to be taken by government. পাকিস্তানের ভারত সফর নিয়ে পরিষ্কার কথা দিলেন না নতুন বোর্ড প্রধান
#ইসলামাবাদ: গুরুত্বপূর্ণ আপডেট দিলেন পাকিস্তানের নতুন ক্রিকেট বোর্ডের প্রধান এবং নামকরা রাজনৈতিক ব্যক্তিত্ব নাজাম শেঠি। তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্পর্ক খারাপ হোক এটা কখনই চাইতে পারেন না তিনি। অতীতে বহু ভারত পাকিস্তান সিরিজের সঙ্গে জড়িত ছিলেন তিনি। কিছু ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার।
নাজাম অবশ্য জানিয়েছেন এই মুহূর্তে তাদের একমাত্র লক্ষ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়। প্রাক্তন বোর্ড প্রধান রামিজ রাজা হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে ভারত, তা হলে পাল্টা হিসাবে বিশ্বকাপ খেলতে প্রতিবেশী দেশে পাড়ি দেবে না পাকিস্তান। সেই কথার সূত্র ধরেই এ দিন নতুন বোর্ড প্রধান নাজাম শেঠি বলেছেন, যদি সরকার বলে যে ভারতে যেও না, তা হলে আমরা যাব না।
advertisement
আরও পড়ুন - চোট সারিয়ে মুম্বইয়ের নেটে ফের অনুশীলন শুরু রোহিতের, স্বস্তির নিঃশ্বাস ভারতীয় সমর্থকদের
ভারত এবং পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক মাথায় রেখে সত্যি কথাটা বলা দরকার। আমরা একে অপরের বিরুদ্ধে খেলব কিনা বা সে দেশে যাব কিনা, এটা সরকারি মহলে সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ সরকারেরই ক্ষমতা রয়েছে এ ব্যাপারে শেষ কথা বলার। বোর্ড শুধু মাত্র ব্যাখ্যা জানতে চাইতে পারে।
advertisement
advertisement
Najam Sethi speaks on India-Pakistan cricketing ties...#PCB #Cricket #INDvsPAK #CricketTwitter pic.twitter.com/NpbipDm3gZ
— RVCJ Sports (@RVCJ_Sports) December 23, 2022
ব্যক্তিগতভাবে এখানে ক্রিকেটার অথবা বোর্ডের মানুষদের মতামত গুরুত্ব রাখে না। তবে একটি সাক্ষাৎকারে এর আগে পাকিস্তান বোর্ডের এক কর্তা জানিয়েছিলেন তারা যা করবেন যাতে ক্রিকেট দুনিয়াতে আলাদা না হয়ে পড়েন সেটা মাথায় রাখতে হবে।
advertisement
নতুন প্রধান নির্বাচক হিসেবে শাহিদ আফ্রিদিও জানিয়েছেন পাকিস্তান ক্রিকেটের উন্নতি করাই নতুন কমিটির একমাত্র লক্ষ্য। ব্যক্তিগতভাবে তিনি ভারতে যাওয়া বারবার উপভোগ করেছেন। হয়তো আগামী দিনেও করবেন। অর্থাৎ ভারত এবং ভারত সফর নিয়ে খুব একটা গরম কথা বলছে না পাকিস্তান বোর্ড।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2022 4:24 PM IST