চোট সারিয়ে মুম্বইয়ের নেটে ফের অনুশীলন শুরু রোহিতের, স্বস্তির নিঃশ্বাস ভারতীয় সমর্থকদের
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Rohit Sharma resumes net practice in Mumbai as Indian cricket fans happy before Sri Lanka series. মুম্বইয়ের নেটে ফের অনুশীলন শুরু রোহিতের, স্বস্তির নিঃশ্বাস ভারতীয় সমর্থকদের
#মুম্বই: ভারতীয় ক্রিকেটের অবস্থা এখন অনেকটা পদ্ম পাতায় জলের মতো। কয়েকটা জিনিস ঠিকঠাক হচ্ছে, আবার কিছু জায়গায় চূড়ান্ত হতাশ হতে হচ্ছে। কিন্তু সামনের বছর যে ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ। এভাবে চলতে থাকলে হবে না সেটা সকলেই জানেন। ভারতীয় ক্রিকেট বোর্ড একাধিক দেশে একদিনের সিরিজ খেলার আয়োজন করছে। রোহিত শর্মাকে নিয়ে যতই কথা হোক, একদিনের ফরম্যাটে তিনি এখনও এই ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সন্দেহ নেই।
নতুন বছরের গোড়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলবে ভারত, যা শুরু ৩ জানুয়ারি। সেই সিরিজে অধিনায়ক রোহিত শর্মার খেলার সম্ভাবনা বাড়ছে। চোট সারিয়ে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে মুম্বই ক্রিকেট সংস্থার অ্যাকাডেমিতে ব্যাটিং শুরু করেছেন তিনি।
আরও পড়ুন - বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল খেলা নিয়ে নতুন সমস্যা! কী হবে সাকিব লিটনদের ?
মুম্বই রনজি দলের নেটেও ব্যাট হাতে ঘাম ঝরিয়েছেন হিটম্যান। তারপর মুম্বইয়ের ড্রেসিংরুমেও সময় কাটান রোহিত, যা ভক্তদের আশায় রাখছে। চেতন শর্মার নেতৃত্বে বিদায়ী নির্বাচকমণ্ডলীই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজের জন্য দল বেছে নেবে। শোনা যাচ্ছে, ক্রমাগত ব্যর্থ লোকেশ রাহুলকে সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে বাদ দেওয়া হচ্ছে। শেষ ১৬ টি-২০ ইনিংসে ছয়বার পঞ্চাশ পূর্ণ করেছিলেন তিনি।
advertisement
advertisement
India Vs Sri Lanka promo. pic.twitter.com/xiYnXaG9Db
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 21, 2022
বাকি ১০টার মধ্যে সাতবার দশের গণ্ডি টপকাতে পারেননি। ফলে লোকেশকে বাদ দিয়েই টি-২০ ফরম্যাটে দল সাজানোর কথা ভাবছেন নির্বাচকরা। সেক্ষেত্রে ওপেনিংয়ে সুযোগ পেতে পারেন শুভমন গিল। পৃথ্বী সাউয়ের নামও আলোচনায় উঠবে। রোহিত অবশ্য সম্পূর্ণ ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2022 1:10 PM IST