বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল খেলা নিয়ে নতুন সমস্যা! কী হবে সাকিব লিটনদের ?
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Bangladesh cricketers will not be allowed to play in IPL during Bangladesh Ireland series says Najmul Hasan. সাকিব, লিটন সহ বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে হঠাৎ চিন্তা আইপিএলে
#ঢাকা: কলকাতা নাইট রাইডার্স অনেক আশা করে সাকিব আল হাসান এবং লিটন দাসকে দলে নিয়েছে এবার। দীর্ঘদিন বাদে ইডেনে ফিরতে চলেছে আইপিএল। তাই ঘরের মাঠের দর্শক সমর্থন এবার একটা বিশাল ভূমিকা থাকবে। আগামী আইপিএলে বাংলাদেশ থেকে প্রথমবার একসঙ্গে তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। মোস্তাফিজুর রহমানকে আগেই ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের ড্রাফট থেকে সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে তিনজনকেই পুরো টুর্নামেন্টে পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। আইরিশরা এই সফরে এক টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে। বাংলাদেশের খেলা থাকলে কোনো ক্রিকেটারকে আইপিএলের জন্য ছাড়া হবে না বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন।
advertisement
আরও পড়ুন - মায়ের ফুসফুসে সমস্যা! আইপিএল থেকে পাওয়া অর্থ জমিয়ে রাখতে চান বাংলার মুকেশ
ধানমন্ডিতে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপের ফাইনাল শেষে সংবাদমাধ্যমের সামনে নাজমুল হাসান পাপন বলেছেন, যত বেশি ক্রিকেটার আইপিএলে যাবে, আমরা তত খুশি। তবে বাংলাদেশের খেলা যখন থাকবে, তখন কাউকেই ছাড়া হবে না। জাতীয় দলের খেলা থাকলে তারা কেউ খেলতে পারবে না। আমরা এর মধ্যে আইপিএল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি।
advertisement
advertisement
Recognise the cricketer above? He is Litton Das of Bangladesh who was snapped up by Kolkata Knight Riders for just 50 Lakhs. To read more please visit: https://t.co/zUUBImy0ga#M88Sports #Cricket #T20 #IPL #IPLAuction #India pic.twitter.com/SaYJKO9O31
— Msports (@MsportsM88) December 25, 2022
advertisement
তারা জেনেই এসব ক্রিকেটারকে নিয়েছে। না হলে আরও ক্রিকেটার যাওয়ার সম্ভাবনা ছিল। এক্ষেত্রে ক্রিকেটারদের চোট ভাবাচ্ছে বিসিবিকে। এ নিয়ে নাজমুল হাসান পাপন বলেছেন, এটা (আইপিএলে সুযোগ পাওয়া) অবশ্যই আমাদের জন্য খুবই ভালো। আমরা কিন্তু সব ক্রিকেটারকে সব খেলায় পাই না। কিছু ক্রিকেটার আছে খুবই চোটপ্রবন। এদের নিয়ে আমাদের চিন্তা করা উচিত।
advertisement
খেলতে যাবে, তারপর? একে তো এখানে আমরা খেলাতে পারি না। অনেক পেসার যেমন খেলাতে পারছে না। ভালো হবে, ভালো হয়ে ওখানে খেলবে। তারপর যদি চোটে পড়ে, তাহলে তো জাতীয় দলে খেলতে পারবে না। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2022 12:25 PM IST