Surat Singh Mathur: স্বাধীন ভারতের প্রথম পদকজয়ী অ্যাথলিট সুরত সিং প্রয়াত
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
বেশ কয়েকদিন ধরেই তাঁর শরীরে করোনার উপসর্গ ছিল।
#নয়াদিল্লি: স্বাধীন ভারতের প্রথম অ্য়াথলিট তিনি। ১৯৫১ এশিয়ান গেমসে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। এর পর ১৯৫২ অলিম্পিকে অংশ নিয়েছিলেন তিনি। সেই সুরত সিং মাথুরকে কেড়ে নিল করোনা। ৯০ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। তাঁর ভাইপো অনিল মাথুর পিটিআইকে জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে সুরত সিং মাথুর প্রয়াত হয়েছেন। ওলিম্পিক ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিনি। স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে এশিয়ান গেমসে পদকও জিতেছিলেন। বেশ কয়েকদিন ধরেই তাঁর শরীরে করোনার উপসর্গ ছিল।
অ্যাথলেটিক্স ফেডেরেশন অফ ইন্ডিয়া সুরত সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে। এএফআই সুরত সিংকে হল অফ ফেম অ্যাথলিট বলে উল্লেখ করেছেন। ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিকে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন সুরত সিং মাথুর। তিনি ম্যারাথনের শেষ পর্যন্ত দৌড়েছিলেন। স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি। ১৯৪৮ সালে ছোটা সিং স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে লন্ডন গেমসে অংশ নিয়েছিলেন। তবে তিনি দৌড় শেষ করতে পারেননি। তাই তাঁর নাম স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে ধরা হয় না। তবে সুরত সিং মাথুর ম্যারাথনে নেমে শেষ পর্যন্ত দৌড়েছিলেন।
advertisement
Olympian Surat Singh Mathur,90,passed away today. He was first from independent #India to complete an Olympic Marathon at 1952 Helsinki Games in 2hr58mins92sec.
— Athletics Federation of India (@afiindia) June 11, 2021
He is our Hall of Fame athlete at https://t.co/se1wXwf3Qz
Rest in peace sir
Thank you for making #India proud. pic.twitter.com/JgbROZhHxX
advertisement
advertisement
১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিকের সময় ২২ বছর বয়সী ছিলেন সুরত সিং। তিনি দুঘণ্টা ৫৮ মিনিট ৯.২ সেকেন্ডে ম্যারাথনের দৌড় শেষ করেছিলেন। দিল্লিতে ১৯৫১ এশিয়ান গেমসে ছোটা সিং সোনা জিতেছিলেন। সুরত সিং জিতেছিলেন ব্রোঞ্জ। জাতীয় স্তরে দুটি সোনা, একটি রূপো ও ব্রোঞ্জ পদক জিতেছিলেন সুরত সিং। খেলা থেকে অবসরের পর উত্তর-পশ্চিম দিল্লির একটি গ্রামে থাকতে সুরত সিং।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 13, 2021 5:04 PM IST