Neeraj Chopra : হেয়ারব্যান্ডেও অবাধ্য! অগত্যা স্টাইলের কথা না ভেবে সাধের কেশদামকেই বিদায় জানান নীরজ

Last Updated:

টোকিয়ো অলিম্পিকে (Tokyo Olympics 2020) স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra )এখন স্পোর্টিং সেনসেশন ৷ কিন্তু কী করে জ্যাভলিন থ্রোয়িং-এর মতো খেলা বেছে নিলেন তিনি ?

দিল্লি : টোকিয়ো অলিম্পিকে (Tokyo Olympics 2020) স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra )এখন স্পোর্টিং সেনসেশন ৷ কিন্তু কী করে জ্যাভলিন থ্রোয়িং-এর মতো খেলা বেছে নিলেন তিনি ? তাঁর পুরনো একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে নতুন করে ৷ বিজেপি-র তাজিন্দর পাল সিং বগ্গা-সহ অনেকেই শেয়ার করেছেন সেই ভিডিয়ো ৷
পুরনো এই ভিডিয়োয় দেখা যাচ্ছে নীরজের মাথায় লম্বা চুল ৷ কপালের বেশিরভাগ অংশই ঢাকা চুলে ৷ তাঁকে জিজ্ঞাসা করা হয়, বড় চুল রাখার পিছনে তাঁর অনুপ্রেরণা কে? শাহরুখ খান না ইশান্ত শর্মা ? নীরজ জানান, দুজনের মধ্যেই কেউই নন ৷ বলেন, তাঁদের দেখে নয়, তিনি এমনই নিজের ইচ্ছেয় লম্বা চুল রেখেছিলেন ৷
advertisement
আরও জানান, ঈশ্বরই তাঁর জন্য জ্যাভলিনকে বেছে রেখেছিলেন ৷ তিনি জানতেনও না এই খেলার বিন্দুবিসর্গ ৷ গ্রামে অংশ নিতেন অন্য খেলায় ৷ পরে অনুশীলনরত বড় দাদাদের দেখে তাঁরও ইচ্ছে হয় আকাশে বর্শা ছুড়ে দেওয়ার ৷ তিনি যোগ দেন এই খেলায় ৷ সেভাবেই শুরু এবং আজ বর্শাই তাঁকে পৌঁছে দিয়েছে স্বর্ণশিখরে ৷
advertisement
advertisement
তাঁর এই সাক্ষাৎকার ঘিরে নেটিজেনরা বিভোর ৷ কেউ বলেছেন, নীরজ সকল দেশবাসীকে গর্বিত করেছেন ৷ অন্তর থেকে প্রণাম জানিয়েছেন তাঁকে ৷ আবার কেউ বলেছেন, তিনি দেশের প্রকৃত রত্ন ৷ অনেকেই নীরজকে নিজের অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন ৷ তাঁকে অনুরোধ করেছেন, তিনি যেন এই সাদামাটা ব্যক্তিত্বই ধরে রাখেন ৷
অনেকে লম্বা চুল-সহ তাঁর পুরনো ছবি শেয়ার করেছেন ৷ বলেছেন, বলিউডের নায়করা নন, নীরজই দেশের প্রকৃত নায়ক ৷ দেশে ফেরার পরও নীরজকে তাঁর লম্বা চুলের কথা জিজ্ঞাসা করা হয় ৷ তিনি জানান, লম্বা চুলে তাঁর সমস্যা হচ্ছিল ৷ তাই কেটে ফেলেন ৷ তাঁর কথায়, ‘স্টাইল পরেও হয়ে যাবে, কিন্তু খেলা আগে’ ৷ তার পর জানান, বেশ কিছু প্রতিযোগিতায় লম্বা চুলের জন্য ঘেমে যাচ্ছিলেন ৷ তাছাড়া তাঁর চোখের উপর বার বার চুল এসে পড়ত ৷ হেয়ারব্যান্ড দিয়েও চুল বশে আনার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু পারেননি ৷ তাই স্টাইলের কথা না ভেবে বিদায় জানিয়েছেন চুলের দৈর্ঘ্যকেই ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Neeraj Chopra : হেয়ারব্যান্ডেও অবাধ্য! অগত্যা স্টাইলের কথা না ভেবে সাধের কেশদামকেই বিদায় জানান নীরজ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement