Yuvraj: ধোনির থেকেও ভারতের বিশ্বকাপ জয়ে যুবরাজের অবদান অনেক বেশি! বোমা ভাজ্জির
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মুম্বই: ভারতের ক্রিকেট ইতিহাসে অনেক বড় নাম এসেছে। কিন্তু যুবরাজ সিং একজনই। বক্তার নাম হরভজন সিং। কারণ যুবরাজ মৃত্যুর পরোয়া না করেও দেশের জার্সিতে লড়াই করে গেছেন মাঠে। বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হরভজন সিং। সমর্থকদের আদরের 'ভাজ্জি' মনে করেন একজন ক্রিকেটার যদি সেই বিশ্বকাপে না থাকত তাহলে ভারতের ট্রফি জয় সম্ভব হত।
ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের ক্রিকেট কেরিয়ার এবং ২০১১ বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সকে কুর্নিশ জানাতে গিয়ে এমন মন্তব্য করেছেন হরভজন সিং। বিশ্বকাপ জয়ের ১২ বছর পূর্তিতে এক স্পেশাল এপিসোডের আয়োজন করা হয়েছিল স্টার স্পোর্টসের তরফে। সেই বিশেষ পর্বে দেখা যায় বীরেন্দ্র সেহওয়াগ, ইউসুফ পাঠান, হরভজন সিং, শান্তাকুমারান শ্রীসন্তকে।
আরও পড়ুন - KKR: সাকিবের বদলি ঘোষণা করে দিল কেকেআর! দ্বিগুণের বেশি দামে দলে এলেন কে?
সেখানেই যুবরাজের পারফরম্যান্সকে কুর্নিশ জানিয়ে এমন মন্তব্য করেছেন হরভজন সিং। সেই বিশেষ পর্বে ২০১১ বিশ্বকাপে তাদের সেরা মুহূর্তগুলো তুলে ধরেছিলেন তারকারা। এরপর একটি মজার কুইজেও অংশ নেন তারা। যেখানে তাদের প্রাক্তন সতীর্থদের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তাদের। ২০১১ বিশ্বকাপে শতরান করার পাশাপাশি কোন ভারতীয় ক্রিকেটার এক ম্যাচে পাঁচ উইকেটও নিয়েছিলেন সেই প্রশ্নের জবাবে হরভজন তৎক্ষণাৎ যুবরাজ সিংয়ের নামটি নেন।
advertisement
advertisement
যুবরাজ অনবরত কাশতেন। প্রচন্ড একটা চিন্তা তাঁকে গ্রাস করেছিল। তার সঙ্গে লড়াই করেই তিনি গোটা টুর্নামেন্ট খেলেছেন। এমন পরিস্থিতি সত্ত্বেও যুবরাজ সিং দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স করেন। গোটা টুর্নামেন্টে তাঁর ব্যাটিং গড় ছিল ৯০.৫০। আট ইনিংসে তিনি করেছিলেন ৩৬২ রান। যার মধ্যে ছিল একটি শতরান এবং একটি অর্ধশতরানের ইনিংস।
বল হাতেও তিনি নিয়েছিলেন ১৫টি উইকেট। তাঁর সেরা বোলিং ফিগার ছিল ৩১ রানে পাঁচ উইকেট। দ্বিতীয়বার ভারতকে বিশ্বকাপ জিততে ও সাহায্য করেছে। আমি মনে করি যুবরাজ সিং না থাকলে ২০১১ সালে বিশ্বকাপটাই জেতা হত না ভারতের। যুবরাজের মতন একজন ক্রিকেটার অতীতেও ছিল না আর এখনও নেই। কারণ ওঁর মতন প্রতিভাবান ক্রিকেটার একজনই হয়।
advertisement
ভাজ্জি মনে করেন যেভাবে নিজের এত বড় রোগ লুকিয়ে রেখে ২২ গজে লড়াই চালান যুবি এবং অলরাউন্ড পারফরমেন্স রাখেন তাতে তিনি যে সাধারণ ক্রিকেটার নন, সেই বার্তা দিয়ে দেন। এমন দেশের স্বার্থ দেখা ক্রিকেটার এই মুহূর্তে নেই। যুবরাজ না হলে ভারতের পক্ষে দুটো ওয়ার্ল্ড কাপ জয় সম্ভব হত না।
তবে যুবরাজ যতটা সম্মানের হকদার, সেটা তাকে দেওয়া হয়নি ভারতীয় ক্রিকেটে। এর আগে ভাজ্জি জানিয়েছিলেন বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে সবাই ধোনির ছক্কা খুব বেশি হাইলাইট করে। কিন্তু যুবরাজ না হলে চ্যাম্পিয়ন হওয়া যেত না।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2023 5:24 PM IST