KKR: সাকিবের বদলি ঘোষণা করে দিল কেকেআর! দ্বিগুণের বেশি দামে দলে এলেন কে?

Last Updated:
বদলি ক্রিকেটারের নাম ঘোষণা নাইটদের
বদলি ক্রিকেটারের নাম ঘোষণা নাইটদের
কলকাতা: সাকিব আল হাসান নিয়ে গত একদিনে সংবাদ মাধ্যমের প্রচুর লেখালেখি হলেও চুপচাপ ছিল কলকাতা নাইট রাইডার্স। না তাদের সোশ্যাল মিডিয়া য় না তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নিয়ে কিছু জানানো হয়েছিল। তবে বুধবার দুপুরে কেকেআর জানিয়ে দিল ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়কে সাকিবের বদলি হিসেবে নিয়েছে তারা।
কলকাতা ২ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করল জেসনকে নিতে। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নিজের ছন্দে থাকলে তাকে আটকানো অন্যতম কঠিন পরীক্ষা বোলারদের। ইংল্যান্ডের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে জেসন রয়ের ১৮০ রানের ইনিংস মনে রাখার মত। সাকিবকে দেড় কোটি টাকা দিয়ে নিলামে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তিনি আইপিএল খেলতে আসবেন না বলে জানা যায়।
advertisement
advertisement
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে ছাড়তে চায়নি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছেন তিনি। পরে আয়ারল্যান্ডেও খেলতে যাবেন সাকিব। এর আগে পাকিস্তান সুপার লিগ, বাংলাদেশ লিগ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে বেশ কিছু মনে রাখার মতো ইনিংস খেলেছেন জেসন। একজন ধ্বংসাত্মক ওপেনার পেয়ে গেল কেকেআর। ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনে উইকেটকিপিং করতে পারেন এই ইংরেজ ক্রিকেটার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR: সাকিবের বদলি ঘোষণা করে দিল কেকেআর! দ্বিগুণের বেশি দামে দলে এলেন কে?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement