এবছর বাতিল আইপিএল ? টুর্নামেন্ট না হলে আগামী বছর কি ফের নতুন করে নিলাম ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে বাতিলের দিকেই সম্ভবত এগোচ্ছে আইপিএল।
#মুম্বই: দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন ৷ করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে ৷ সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ গোটা পৃথিবী জুড়েই ছবিটা এখন প্রায় একই ৷ এই অবস্থায় এই বছর অলিম্পিক-সহ একাধিক বড় খেলার ইভেন্ট হচ্ছে না ৷ আইপিএল নিয়ে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা না হলেও এ বছর টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয় বলেই মত বিসিসিআই কর্তাদের একাংশের ৷ পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে বাতিলের দিকেই সম্ভবত এগোচ্ছে আইপিএল।
২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও তা আগেই পিছিয়ে গিয়েছে ৷ ১৫ এপ্রিলের পর টুর্নামেন্ট কবে শুরু হবে, তা বোর্ডের তরফে জানানোর কথা থাকলেও এখন দেশের যা পরিস্থিতি, তাতে আইপিএলের মতো মেগা টুর্নামেন্ট আয়োজন করা কার্যত অসম্ভব ৷ পাশাপাশি টুর্নামেন্ট হলেও কোনও বিদেশি ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজিদের পাওয়ার সম্ভাবনা কম ৷ কারণ কোনও দেশই চাইবে না ঝুঁকি নিয়ে তাদের ক্রিকেটারদের এই পরিস্থিতিতে ভারতে পাঠাতে ৷
advertisement

advertisement
আইপিএল-এর সঙ্গে যুক্ত এক কর্তা সংবাদসংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘‘এ বার আইপিএল হবে না। আগামী বছর তা হবে। দেশের কী অবস্থা তা আমরা সবাই জানি। এই পরিস্থিতিতে কেউ ঝুঁকি নেবে না। স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। ফলে পরের বছরই হয়তো আইপিএল হবে।’’ তিনি আরও বলেন, ‘‘ মাঠের মধ্যে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে চলাটা অসম্ভব ৷ তাই পরের বছরই আইপিএল হওয়া ভাল ৷ আর এমনটা হলে আগামী বছর কোনও নতুন করে নিলামও হবে না ৷ আমরা ফ্র্যাঞ্চাইজিগুলিকে এ কথা জানাবো, কেন্দ্রীয় সরকারের থেকে চূড়ান্ত সম্মতি পাওয়া পর ৷ ’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2020 8:07 AM IST

