Viral Video: নীচ দিয়ে বয়ে যাচ্ছে প্রবল ঝরণার স্রোত, দড়ি ধরে ঝুলে রয়েছেন পুরান, রইল ভাইরাল ভিডিও

Last Updated:

এই ভিডিও পুরান নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে দড়ি ধরে ঝরণা পেরনোর চেষ্টা করছিলেন৷

 nicholas pooran trapped in the waterfall - Photo Courtesy- Instagram/ Video Grab
nicholas pooran trapped in the waterfall - Photo Courtesy- Instagram/ Video Grab
#জামাইকা: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ হারতে হয়েছে৷ তারপরেও নিউজিল্যান্ডের বিরুদ্ধেও হেরেছে ওয়েস্টইন্ডিজ৷ ক্যারিবিয়ান দল সাম্প্রতিককালে খালি হেরেই চলেছে৷ নিকোলাস পুরানের নেতৃত্বাধীন ওয়েস্টইন্ডিজ ৩ টি টোয়েন্টি সিরিজ হারাতে হয়েছে৷  ক্যারিবিয়ান অধিনায়ক আনন্দের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন৷ তাঁরা এই মুহূর্তে জামাইকায় পৌঁছে গেছেন৷ জামাইকায় ঝরণায় মস্তি করছেন তিনি৷
সেখানেই এমন ঘটনা ঘটে যা কেউই ভাবতে পারবেন না৷ পুরান ঝরণায় আটকে গিয়েছিলেন৷ নীচে প্রবল গতির জল এবং মাথার ওপর প্রবল হাওয়ায় অধিনায়কের প্রাণ আটকে যায়৷ শেষমেশ প্রাণ বাঁচাতে জলে লাফিয়ে পড়তে হয়৷
advertisement
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)
View this post on Instagram

A post shared by NickyP (@nicholaspooran)

advertisement
এই ভিডিও পুরান নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে দড়ি ধরে ঝরণা পেরনোর চেষ্টা করছিলেন৷ কিন্তু সেই চেষ্টা একেবারেই সফল হয়নি৷ তিনি একাধিকবার সেই দড়ি ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন, কিন্তু যত চেষ্টা, যত লাফালাফি সবই নিষ্ফলা৷
advertisement
তিনি এরপর ফেরারও চেষ্টা করতে থাকেন সেটাতেও সেই ব্যর্থতাই সঙ্গী৷ অবশেষে তাঁকে পরিস্থিতি থেকে বাঁচতে জলের মধ্যেই লাফিয়ে পড়তে হয়৷ এরপর সহ ক্রিকেটার ক্যারিবিয়ান অধিনায়ককে নিয়ে মজায় মেতেছেন৷ ওয়েস্টইন্ডিজ রভম্যান পাওয়েল পুরানের পোস্টে লিখেছেন বেটার লাক নেক্সট টাইম৷
ওয়েস্টইন্ডিজ বনাম নিউজিল্যান্ড ৩ টি টোয়েন্টি সিরিজ খেলা হয়েছে৷ কিউয়ি দল সিরিজ ২-১ জিতে নেয়৷ নিউজিল্যান্ড প্রথমেই দুটি টি টোয়েন্টি ম্যাচ জিতে গিয়েছিল, কিন্তু শেষ টি টোয়েন্টি ম্যাচটি ক্যারিবিয়ান দল জিতেছিল৷  প্রথম ম্যাচ ১৭ অগাস্ট ব্রিজটাউনে খেলা হয়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: নীচ দিয়ে বয়ে যাচ্ছে প্রবল ঝরণার স্রোত, দড়ি ধরে ঝুলে রয়েছেন পুরান, রইল ভাইরাল ভিডিও
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement