ভারতীয় ফুটবলে কালো মেঘ! ফিফা নির্বাসিত করল ভারতীয় ফুটবল ফেডারেশনকে

Last Updated:

তৃতীয় পক্ষের ভূমিকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা ৷

 fifa suspends all indian football federation
fifa suspends all indian football federation
#জুরিখ: ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল ফিফা ৷ একেবারে তাৎক্ষণিক সময়কাল থেকে এই নির্বাসন কার্যকরী করা হবে ৷ তৃতীয় পক্ষের ভূমিকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিফা ৷ অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ এর ফলে এখন ঘোর অনিশ্চয়তায় ৷
এই বছর অক্টোবর মাসে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের জন্য ভারতকে বেছে নিয়েছিল ৷ কিন্তু ভারতকে একেবারে নির্বাসিত করে দেওয়ায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনে সমস্যা দেখা যাওয়াটাই এখন স্বাভাবিক ৷
ফিফা নিজেদের বিবৃতিতে জানিয়েছে, ‘‘ব্যুরো অফ দ্য ফিফা কাউন্সিল একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে এখন থেকেই নির্বাসিত করা হল ৷ এর কারণ তৃতীয়পক্ষের অযথা প্রভাব৷ যা সরাসরি ফিফার ব্যবহার বিধিভঙ্গের আওতায় পড়ে যাচ্ছে ৷ ’’
advertisement
advertisement
বিবৃতিতে আরও বলা হয়েছে, যতদিন পর্যন্ত এআইএফএফ নিজেদের পূর্ণ শক্তি নিজেদের ফুটবল ফেডারেশনের পরিচলনে ফিরিয়ে আনছে ততদিন পর্যন্ত এই নির্বাসন কার্যকরী থাকবে ৷
এআইএফএফ এই মুহূর্তে প্রশাসনিক বিষয়টি নিয়ে সঠিক রূপরেখা মেনে চলছে না ৷ এমনকী, এআইএফএফ প্রধান হিসেবে প্রফুল্ল প্যাটেল দীর্ঘদিন ধরেই রয়ে গিয়েছেন৷ এমনকি নতুন করে কোনও নির্বাচনও হয়নি৷ যদিও আদালত সেটাকে অবৈধও ঘোষণা করে দিয়েছে ৷
advertisement
ফিফার বিবৃতিতে জানানো হয়েছে ‘‘এই নির্বাসন তুলে নেওয়া হবে যখন কমিটি অফ অ্যাডমিনিসট্রেশন এআইএফএফ এক্সিকিউটিভ কমিটি নিজেদের ক্ষমতা ফিরে পেয়ে রোজকার পরিচালন সামলাবে৷ ’’
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ভারতে হওয়ার কথা ছিল ১১ থেকে ৩০ অক্টোবর ৷ ২০২০-তে সারা বিশ্বে কোভিড-১৯ অতিমারির কারণে বাতিল করতে হয়েছিল টুর্নামেন্ট ৷ তা এই সময়েই হওয়ার কথা ছিল ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতীয় ফুটবলে কালো মেঘ! ফিফা নির্বাসিত করল ভারতীয় ফুটবল ফেডারেশনকে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement