Ind vs Pak: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের টিকিট খুলতেই ইউজার এক লাফে ৭০ হাজার, তারপরেই ...

Last Updated:

এশিয়া কাপের দ্বিতীয় দিনে ভারত বনাম পাকিস্তান ম্যাচ খেলা হবে৷ ফলে সেই দিনেও টিকিটের হাহাকার হতে চলবে৷

india vs pakistan match tickets official website crashes
india vs pakistan match tickets official website crashes
#কলকাতা:  এশিয়া কাপ ২০২২ (Asia Cup 2022) শুরু হচ্ছে ২৭ অগাস্ট থেকে৷ আর এই টুর্নামেন্টের সবচেয়ে হাই প্রোফাইল ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে৷ ২৮ তারিখ মেগা ম্যাচ, ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ৷  দুই দলই নিজেদের প্রস্তুতি সারছে এই মেগা টক্করের জন্য৷ মেন ইন ব্লু এশিয়া কাপ ২০২২ -র জন্য ২০ অগাস্ট রওনা হবে৷ এদিকে ভারত বনাম পাকিস্তান মেগা ম্যাচের টিকিটের জন্য উন্মাদনা আকাশ ছোঁওয়া৷
এশিয়া কাপ ২০২২ -এ ভারত বনাম পাকিস্তান ম্যাচ ক্রিকেটপ্রেমীরা টিকিটের চাহিদা তুঙ্গে৷ তবে এই চাহিদা কতটা বেশি তা নিয়ে আন্দাজ করতে একটা তথ্য সামনে  আনলেই যথেষ্ট৷ সরকারিভাবে যে ওয়েবসাইট থেকে টিকিট অনলাইনে বিক্রি হচ্ছিল সেই ওয়েবসাইট ক্র্যাশ করে যায়৷ সংযুক্ত আরব আমিরশাহিতে ম্যাচ টিকিট বুক করার সবচেয়ে জনপ্রিয় সাইট প্ল্যাটিনামলিস্ট ডট নেট নিজের ওপেনিং থেকে বাম্পার এন্ট্রি পেতে শুরু করে৷ খোলার সঙ্গে সঙ্গে তার ট্রাফিকে ৭০ হাজার বৃদ্ধি পেয়ে যায় ইউজার৷ এরপরেই ওয়েবসাইট ক্র্যাশ করে যায়৷
advertisement
advertisement
এশিয়া কাপের দ্বিতীয় দিনে ভারত বনাম পাকিস্তান ম্যাচ খেলা হবে৷ ফলে সেই দিনেও টিকিটের হাহাকার হতে চলবে৷ দুই দেশের ক্রিকেটপ্রেমীরাও এই ম্যাচ মাঠে থেকে এই ঐতিহাসিক যুদ্ধের সাক্ষী হতে চাইবে৷ ম্যাচ অবধি রোজই টিকিটের আশায় থাকবেন ক্রীড়াপ্রেমীরা৷
advertisement
এশিয়া কাপ ২০২২ দুই দল এইরকম
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীপক হুডা, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান
পাকিস্তান - বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফকর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ নবাজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নসীম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাহনবাজ দহানি, উসমান কাদির৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Pak: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের টিকিট খুলতেই ইউজার এক লাফে ৭০ হাজার, তারপরেই ...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement