IND W vs SA W Final : 'মেয়েদের ক্রিকেটটাই বন্ধ করিয়ে দিতাম...!', বলেছিলেন এক বড়সড় কর্তা, মেয়েদের বিশ্বকাপ ফাইনালের আগে সেই কর্তার নাম জানাজানি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ind W vs Sa W World Cup Final : ভারতীয় মহিলা দল এবার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচে হারে। ৩৩০ রান করার পরও ভারতীয় দল সেই রান রক্ষা করতে পারেনি। ওই হারের পর BCCI-এর প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসনের পুরনো মন্তব্য সামাজিক মাধ্যমে আবার ভাইরাল হয়েছে।
কলকাতা : গোটা দেশ আজ স্বপ্ন দেখছে মেয়েদের ক্রিকেটকে নিয়ে। অথচ জানেন কি, এই মেয়েদের ক্রিকেট নিয়ে একটা সময় এক বড় কর্তা বলেছিলেন, ‘আমার হাতে থাকলে মেয়েদের ক্রিকেটটাই বন্ধ করিয়ে দিতাম। কটা দেশ মেয়েদের ক্রিকেটে এমন টাকা ঢালে! পারফরম্যান্স কোথায়! কোনও আইসিসির নিয়ম আছে খেলানোর, তাই খেলাতে হচ্ছে।’
ভারতীয় মহিলা দল এবার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচে হারে। ৩৩০ রান করার পরও ভারতীয় দল সেই রান রক্ষা করতে পারেনি। ওই হারের পর BCCI-এর প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসনের পুরনো মন্তব্য সামাজিক মাধ্যমে আবার ভাইরাল হয়েছে।
শ্রীনিবাসন ভারতীয় ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি বহু বছর BCCI-এর সভাপতি ছিলেন এবং ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত চেয়ারম্যান পদে ছিলেন। ২০১১ সালে তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক ডায়ানা এডুলজির সঙ্গে কথা বলেছিলেন। সেই কথোপকথন এডুলজির জন্য দুঃস্বপ্নে পরিণত হয়। শ্রীনিবাসন কথা প্রসঙ্গে হঠাৎ বলে বসেন, “If it were in my hands, I would have stopped Women’s cricket once and for all.” বাংলায় বললে যা দাঁড়ায়, আমার হাতে থাকলে মেয়েদের ক্রিকেটটাই বন্ধ করে দিতাম।
advertisement
advertisement
এর পর শ্রীনিবাসন ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। কিন্তু ওই একই মন্তব্য আবার ভাইরাল হয়েছে। আজ যে মহিলাদের ক্রিকেট দলকে নিয়ে মেতে উঠেছে গোটা দেশ, একটা সময় তাদের রীতিমতো অবজ্ঞা করেছেন কর্তারা।
আজ সেই মেয়েরা নতুন ইতিহাস লিখতে চলেছেন। মেয়েদের ক্রিকেট পেতে চলেছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। আর এমন ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়েও শ্রীনিবাসনের মতো কর্তাদের বলা সেই পুরনো কথা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। অনেকেই বলছেন, শ্রীনিবাসনের মতো কর্তাদের আজই হয়তো যোগ্য জবাব দেবেন হরমনপ্রীতরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 02, 2025 12:09 PM IST

