অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের দাপটের দিন শেষ! রবিবার বিশ্ব পাবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন! কী করতে হবে ভারতের মেয়েদের, বলে দিলেন গম্ভীর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
India W vs SA W ODI World Cup Final : ভারতের টি২০ দলের নেতৃত্বে থাকা সুর্যকুমার যাদব মহিলা ক্রিকেট দলের জন্য এক বিশেষ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের আগে।
কলকাতা : আর মাত্র একটা ম্যাচ! বিশ্বকাপ ট্রফি তা হলে আবার ভারতের!
ভারতের টি২০ দলের নেতৃত্বে থাকা সুর্যকুমার যাদব মহিলা ক্রিকেট দলের জন্য এক বিশেষ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের আগে।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বছরের পর বছর ধরে চলা আধিপত্যের অবসান ঘটিয়ে, এ বার এক নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে মেয়েদের ক্রিকেট! কারণ ভারত ও দক্ষিণ আফ্রিকার মহিলা দল তাদের প্রথম মহিলা ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয় করার পথে।
advertisement
advertisement
২০২৫ আইসিসি মহিলা বিশ্বকাপ ফাইনালের আগের রাতে ভারতের পুরুষ টি২০ ক্রিকেট দল মহিলাদের দলকে জানিয়েছে তাদের আন্তরিক শুভেচ্ছা ও সমর্থন। বিসিসিআই প্রকাশিত এক ভিডিওতে টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর “উইমেন ইন ব্লু”-দের উদ্দেশে বার্তা দেন। তিনি বলেছেন, “তোমরা শুধু একটা ফাইনাল খেলছো না — তোমরা গোটা জাতির স্বপ্নকে মাঠে নামাচ্ছ। নিজেদের মতো খেলো, যেমনটা এতদিন করে এসেছ। আমরা সবাই তোমাদের পাশে আছি।”
advertisement
বিসিসিআই সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় কোচ গৌতম গম্ভীর আরও বলেন, “পুরো সাপোর্ট স্টাফ ও ভারতীয় দলের পক্ষ থেকে আমি মহিলা দলকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। এই মুহূর্তটা উপভোগ করো, নির্ভীক হয়ে খেলো। তোমরা ইতিমধ্যেই পুরো দেশকে গর্বিত করেছ।”
ভারতীয় পুরুষ টি২০ দলের অধিনায়ক সুর্যকুমার যাদব, পেসার জসপ্রিত বুমরাহ, স্পিনার বরুণ চক্রবর্ত্তী, শুভমান গিল ও অভিষেক শর্মারা ফাইনালের আগে মহিলাদের দলের জন্য শুভকামনা জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন- কিশোর কুমারের বাংলোয় কোহলির রেস্তোরাঁ, ১১৮ টাকায় তন্দুরি রুটি ও ৫৪৮ টাকায় এক প্লেট ভাত!
মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ ফাইনাল হবে। ইন্ডিয়া উইমেন সেমিফাইনালে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। আর দক্ষিণ আফ্রিকা হারিয়েছে ইংল্যান্ডকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 01, 2025 11:25 PM IST

