অধিনায়কত্ব থেকে সরানো হল রোহিতকে! ৫ বারের আইপিএল জয়ী নেতাকে কী বার্তা দিল মুম্বই ইন্ডিয়ান্স

Last Updated:

Mumbai Indians Share Special Message For Rohit Sharma: নিলামের আগে আরও বড় চমক দিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে আগামী মরশুম থেকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই: ১০ বছর আগে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েছিলেন রোহিত শর্মা। রোহিতের হাতে ব্যাটন দিতেই পাল্টে যায় মুম্বই ইন্ডিয়ান্সের ভাগ্য। যে দলটা তার আগে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি, সেই দলকেই এক দশকের মধ্যে ৫ বার ট্রফি এনে দেন হিটম্যান। অবশেষে অধিনায়ক হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সে অবসান হল রোহিত যুগের। অপর ঘরের ছেলে হার্দিক পান্ডিয়াকে গুজরাত থেকে দলে ফিরিয়েই অধিনায়কত্বের দায়িত্ব দিল মুম্বই।
অধিনায়ক থেকে রোহিত শর্মাকে সরানো হলেও যোগ্য সম্মান দিতে ভোলেনি মুম্বই ইন্ডিয়ান্স। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে সবকিছুর জন্য ধন্যবাদ জানিয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে,”২০১৩ সালে আপনি মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব গ্রহণ করেন। আপনি আমাদের বিশ্বাস করতে শিখিয়েছেন। জয়-পরাজয়ে আমাদের হাসতে শিখিয়েছেন। ১০ বছরে ৬টি ট্রফি দিয়েছেন। আমাদের সবসময়ের অধিনায়ক। আপনার ইতিহাস চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ, অধিনায়ক।”
advertisement
advertisement
অধিনায়ক পরিবর্তন নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়াবর্ধনে বলেছেন,”ভবিষ্যতের কথা ভেবেই মুম্বই ইন্ডিয়ান্স এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সচিন থেকে হরভজন, রিকি থেকে রোহিত এরা দলকে শক্তিশালী করতে নেতৃত্বের ভার নিয়েছেন। সেই ব্যাটনই এবার হার্দিক এগিয়ে নিয়ে যাবে।”
advertisement
advertisement
অপরদিকে, ২০১৫ সালে যে দল হার্দিক পান্ডিয়াকে আবিষ্কার করেছিল সেই দলের অধিনায়ক হতে পেরে উচ্ছ্বসক হার্দিক পান্ডিয়া। নতুন চ্যালেঞ্জ নিয়ে দলকে আগামী মরশুমে এগিয়ে নিয়ে যেতে তৈরি তারকা অলরাউন্ডার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অধিনায়কত্ব থেকে সরানো হল রোহিতকে! ৫ বারের আইপিএল জয়ী নেতাকে কী বার্তা দিল মুম্বই ইন্ডিয়ান্স
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement