Hardik Pandya: রোহিত শর্মা আর নয়! মুম্বউ ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া

Last Updated:

Hardik Pandya New Captain Of Mumbai Indians: নিলামের আগে আরও বড় চমক দিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে আগামী মরশুম থেকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া
মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া
মুম্বই: আইপিএল ২০২৪ নিলামের আগে দলবদলের বাজারে বড় চমক দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাত টাইটান্স থেকে হার্কিদ পান্ডিয়াকে দলে সামিল করেছিল পাঁচবারে আইপিএল চ্যাম্পিয়নরা। এবার নিলামের আগে আরও বড় চমক দিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে আগামী মরশুম থেকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স।
গুজরাত টাইটান্সের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্সও করেছেন। তবে মুম্বইতে এসে শোনা গিয়েছিল একটি মরশুম রোহিত শর্মার অধিনায়কত্বেই খেলবেন ভারতীয় তারকা অলরাউন্ডার। কিন্তু এই চমকে দেওয়া সিদ্ধান্তের পর আদতে হতে চলেছে উল্টোটা। যে রোহিত শর্মার অধিনায়কত্বে মুম্বই ২০১৫ সালে আবিষ্কার করেছিল হার্দিক পান্ডিয়াকে। এবার সেই হার্দিকের নেতৃত্বে খেলবেন রোহিত।
advertisement
এই পরিবর্তনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে, মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়াবর্ধনে বলেছেন,”ভবিষ্যতের কথা ভেবেই মুম্বই ইন্ডিয়ান্স এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সচিন তেন্ডুলকর থেকে হরভজন সিং, রিকি পন্টিং থেকে রোহিত শর্মা এরা দলকে শক্তিশালী করতে নেতৃত্বের ভার নিয়েছেন। সেই ব্যাটনই এবার হার্দিক এগিয়ে নিয়ে যাবে।”
advertisement
advertisement
এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে জানানো হয়েছে, আমরা রোহিত শর্মাকে তার ব্যতিক্রমী নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জানাই। ২০১৩ সালে থেকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে তার কার্যকাল অসাধারণ ছিল। তার নেতৃত্ব শুধুমাত্র দলকে অতুলনীয় সাফল্যই এনে দেয়নি বরং আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক হিসেবে তার স্থানকেও মজবুত করেছে। ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করতে মাঠে এবং বাইরে তার নির্দেশনা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Hardik Pandya: রোহিত শর্মা আর নয়! মুম্বউ ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement