IPL 2024: কেকেআরের প্রাক্তন ও বর্তমান অধিনায়কের মধ্যে দ্বন্দ্ব? কী বললেন শ্রেয়স ও নীতিশ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shreyas Iyer Nitish Rana Opens on KKR Captaincy: গত বছর চোটের কারণে আইপিএল খেলতে পারেননি শ্রেয়স। এবার দলে ফিরেই নিজের পুরনো দায়িত্ব ফিরে পেয়ে খুশি শ্রেয়স। প্রতিক্রিয়া দিয়েছেন অধিনায়কত্ব হারানে নীতিশ রানাও।
কলকাতা: আইপিএল ২০২৪-এ কে হবে কেকেআরের অধিনায়ক? সেই জল্পনার অবসান ঘটেছে। দলের অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে। গত বছর চোটের কারণে আইপিএল খেলতে পারেননি শ্রেয়স। এবার দলে ফিরেই নিজের পুরনো দায়িত্ব ফিরে পেয়ে খুশি তিনি। প্রতিক্রিয়া দিয়েছেন অধিনায়কত্ব হারানো নীতিশ রানাও।
নতুন মরশুমে কেকেআরকে সাফল্য এনে দিতে মুখিয়ে রয়েছেন শ্রেয়স আইয়ার। ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। পুনরায় অধিনায়কত্ব ফিরে পেয়ে শ্রেয়স আইয়ার জানিয়েছেন,”নীতিশ গত মরশুমে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে যেভাবে অধিনায়কত্বের দায়িত্ব সামলেছে তা প্রশংসনীয়। খুব ভাল অধিনায়কত্ব করেছে ও। এবার নীতিশকে সহ অধিনায়ক করা আমায় খুব খুশি। এতে দলের নেতৃত্ব স্থানীয় জায়গাটা অনেক বেশি শক্তিশালী হয়েছে। আশা করছি এবার আমরা ভাল ফল করব।”
advertisement
advertisement
অধিনায়কত্ব হারানো নিয়ে কোনও ক্ষোভ বা অভিমান নেই নীতিশ রানার মধ্যে। কেকেআর সূত্রে খবর, শ্রেয়সকে অধিনায়ক করা নিয়ে দলের অন্দরে কোনও দ্বন্দ্ব নেই। এমনকী গত মরশুমে তিনি নিজে ম্যানেজমেন্টের কাছে গিয়ে অধিনায়ক হতে চেয়েছিলেন বলে জানিয়েছেন নীতিশ। নীতিশ বলেন,”শ্রেয়সের অনুপস্থিতিতে দল কঠিন পরিস্থিতিতে ছিল। আমি নিজে গিয়ে অধিনায়ক হওয়ার ইচ্ছে প্রকাশ করি। দল আমার উপর অতিরিক্ত চাপ দিচে চায়নি। আমি নিজে বলেছিলাম, চাপ নিয়ে ক্রিকেট খেলতে পছন্দ করি। দল আমাকে দায়িত্ব দেওয়ায় গর্বিত।” শ্রেয়স ফের অধিনায়ক হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন নীতিশ রানা।
advertisement
প্রসঙ্গত, আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে বসতে চলেছে আইপিএল ২০২৪ মিনি নিলামের আসর। নিলাম থেকে ১২ জন প্লেয়ার কিনতে পারবে কেকেআর। তারমধ্যে চার জন বিদেশি। ৩৭.২ কোটি টাকা নিয়ে নিলামে নামছে দুবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2023 4:54 PM IST