কোথায় হবে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল? সামনে এল বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2026: আগামী বছর ফেব্রুয়ারি–মার্চ মাসে শুরু হতে যাচ্ছে টি–২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৫। এবারের আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।
আগামী বছর ফেব্রুয়ারি–মার্চ মাসে শুরু হতে যাচ্ছে টি–২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৫। এবারের আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ আয়োজনের জন্য ভারতে দুটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম নির্ধারণ করা হয়েছে— আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং কলকাতার ইডেন গার্ডেনস। বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই বিশ্বকাপের জন্য আইসিসি মোট আটটি ভেন্যুতে অনুমোদন দিয়েছে।
ভারতের পাঁচটি শহর— মুম্বই, দিল্লি, চেন্নাই, আহমেদাবাদ ও কলকাতা— নির্বাচিত হয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কার তিনটি স্থান— কলম্বোর দুটি স্টেডিয়াম ও ক্যান্ডির একটি স্টেডিয়াম অন্তর্ভুক্ত হয়েছে। তবে টুর্নামেন্টের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত নয়। জানা গেছে, যদি পাকিস্তান ফাইনালে পৌঁছে, তবে রাজনৈতিক কারণে ফাইনাল কলম্বোতে স্থানান্তরিত হতে পারে। অন্যথায়, ফাইনাল ভারতে আয়োজিত হওয়ার সম্ভাবনাই বেশি। ভারতে ফাইনাল হলে তা হবে আহমেদাবাদে। একইসঙ্গে প্রতিযোগিতার ওপেনিং ম্যাচও হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
advertisement
সেমিফাইনাল আয়োজনের ক্ষেত্রেও বিশেষ পরিকল্পনা করেছে আয়োজকরা। যদি শ্রীলঙ্কা বা পাকিস্তান শেষ চারে জায়গা করে নেয়, তবে সেই ম্যাচ কলম্বোতে অনুষ্ঠিত হবে। কিন্তু এই দুই দলের কেউ সেমিফাইনালে না উঠলে, দুটি সেমিফাইনালই ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। ফাইনাল ভেন্যু নির্ধারণেও এই কৌশল আয়োজকদের কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
advertisement
advertisement
আইসিসির ১৭ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ দলের এই টুর্নামেন্টটি ২০২৪ সালের যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মতোই ফরম্যাটে হবে। দলগুলোকে পাঁচটি করে দলের চারটি গ্রুপে ভাগ করা হবে। টেস্ট খেলা ১৩ দেশ সহ কোয়ালিফায়ার হিসেবে আসছে কানাডা, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরশাহি, নেপাল, ওমান ও নামিবিয়া। ইউরোপীয় দল ইতালি প্রথমবারের মতো টি–২০ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ IND vs SA: প্রথম টেস্টের আগে চিন্তা বাড়ল গিল-গম্ভীরের! ভারতে এসেই এমন কান্ড ঘটাল প্রোটিয়ারা
গ্রুপ পর্ব শেষে অনুষ্ঠিত হবে সুপার এইট পর্ব, যেখানে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে। সেখান থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে। গতবারের চ্যাম্পিয়ন ভারত এবারও নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে। আইসিসি খুব শিগগিরই পূর্ণাঙ্গ সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করবে বলে জানা গেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2025 9:08 PM IST

