IND vs SA: প্রথম টেস্টের আগে চিন্তা বাড়ল গিল-গম্ভীরের! ভারতে এসেই এমন কান্ড ঘটাল প্রোটিয়ারা

Last Updated:

IND vs SA: ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে শুভমন গিল ও ভারতীয় শিবিরে কিছুটা উদ্বেগ বাড়ল। কারণ, ভারত ‘এ’ দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ৪১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় পেয়েছে।

News18
News18
ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে শুভমন গিল ও ভারতীয় শিবিরে কিছুটা উদ্বেগ বাড়ল। কারণ, ভারত ‘এ’ দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ৪১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় পেয়েছে। এই জয়ে ভারতীয় টেস্ট দলও ভাবনায় পড়ে গেছে। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে ভারতে এসে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল চার দিনের ম্যাচে যে দাপট দেখিয়েছে, সেটিকে অনেকেই ঐতিহাসিক জয় হিসেবে বর্ণনা করছেন। দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে জয় পেয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে তারা।
এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের নেতৃত্বে ছিলেন টেম্বা বাভুমা, যিনি মূল টেস্ট সিরিজেও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে তিনি দারুণভাবে ঘুরে দাঁড়ান। গুরুত্বপূর্ণ সময়ে অর্ধশতরান করে দলকে স্মরণীয় জয়ের পথে নিয়ে যান। তার এই পারফরম্যান্সে স্পষ্ট যে তিনি টেস্ট সিরিজের আগে দুর্দান্ত ফর্মে রয়েছেন।
advertisement
দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর এই জয়ে পাঁচজন ব্যাটার অর্ধশতরান করেন, যা ভারতের বোলারদের হতাশ করে দেয়। জর্ডান হারম্যান সর্বোচ্চ ৯১ রান করেন, লেসেগো সেনোকওয়ানে ও জুবায়ের হামজা ৭৭ করে অবদান রাখেন। অধিনায়ক বাভুমা ৫৯ রানে আউট হন এবং উইকেটকিপার কনার ৫৪ বলে অপরাজিত ৫২ রান করেন। তারা মাত্র ৯৮ ওভারে ৫ উইকেট হারিয়ে বিশাল লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে।
advertisement
advertisement
অন্যদিকে, ভারতের বোলারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। মহম্মদ সিরাজ ১৭ ওভারে ৫৩ রান দিয়ে একটি উইকেট নেন, আকাশ দীপ ১০৬ রান খরচ করে একটি উইকেট পান, আর প্রসিদ্ধ কৃষ্ণা দুইটি উইকেট নেন। কুলদীপ যাদব কোনো উইকেট না পেলেও ৮১ রান দেন। এই পারফরম্যান্স ভারতের টেস্ট দলকে ভাবিয়ে তুলেছে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের বিপক্ষে বোলিং পরিকল্পনা নিয়ে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: প্রথম টেস্টের আগে চিন্তা বাড়ল গিল-গম্ভীরের! ভারতে এসেই এমন কান্ড ঘটাল প্রোটিয়ারা
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement