KKR vs LSG In Ipl 2022: মা-এর জন্য! আজ কেকেআরের বিরুদ্ধে এলএসজি-র জার্সিতে বিরাট চমক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
KKR vs LSG In Ipl 2022: মায়েদের এমন সম্মান এর আগে আইপিএলে কোনও দল কখনও দেয়নি।
#লখনউ: শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে লখনউ সুপার জায়েন্টস। আর এই ম্যাচে এলএসজি-র তারকাদের জার্সিতে থাকবে বিরাট চমক। যাঁর জন্য পৃথিবীর আলো দেখা, সেই মায়েদের অভিনব উপায়ে শ্রদ্ধা জানাবে এলএসজি।
অতীতে টিম ইন্ডিয়া এমনভাবে ক্রিকেটারদের মায়েদের সম্মান জানিয়েছিল। তবে আইপিএলে এমন উদ্যোগ এই প্রথম। ৮ মে মাদার্স ডে। তার আগে শনিবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচে দলের ক্রিকেটারদের মায়েদের অভিনব উপায়ে শ্রদ্ধাজ্ঞাপন করবে এলএসজি।
আরও পড়ুন- আইপিএলে হাজির দীপিকা পাড়ুকোনের স্বামী, গ্যালারিতে লাফালাফি রণবীরের
আজ লখনউয়ের ক্রিকেটারদের জার্সির পিছনে তাঁদের মায়েদের নাম লেখা থাকবে। ইতিমধ্যে সেই জার্সির ভিডিয়ো প্রকাশ করেছে লখনউ সুপার জায়েন্টস। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটা তোমার জন্য মা’। লখনউয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
advertisement
advertisement
এলএসজি শুক্রবারই জানিয়ে দিয়েছিল, কেকেআরের বিরুদ্ধে ম্যাচে তাদের দলের ক্রিকেটাররা যে জার্সি পরে মাঠে নামবেন তাতে চমতক থাকবে। এর আগে ভারতীয় দলের ক্রিকেটাররা মায়ের নাম লেখা জার্সি পরে খেলেছে। কোহলি, ধোনিদের মায়ের নাম লেখা ছিল তাঁদের জার্সির পিছনে। সারা বিশ্ব বিসিসিআই-এর সেই উদ্যোগের প্রশংসা করেছিল।
একটা সময় ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধা ও সম্মান জানাতে আর্মি ক্যাপ পরেও মাঠে নেমেছিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। তবে এই প্রথম আইপিএলের কোনও দল মায়েদের এমনভাবে সম্মান জানাবে। আজ কে এল রাহুলদের জার্সির পিছনে তাঁদের মায়েদের নাম লেখা থাকবে।
advertisement
“This one’s for you, Maa.”
— Lucknow Super Giants (@LucknowIPL) May 7, 2022
Now THAT’s how you prepare for Mother’s Day - the #SuperGiant way! #AbApniBaariHai#IPL2022 #bhaukaalmachadenge #lsg #LucknowSuperGiants #T20 #TataIPL #Lucknow #UttarPradesh #LSG2022 pic.twitter.com/H4CNkJZ6LF
advertisement
আইপিএলে নতুন ফ্র্যাঞ্জাইজি হিসেবে খেলছে লখনউ সুপার জায়েন্টস। আর প্রথমবারই তাঁদের এমন অভিনব উদ্যোগ প্রশংসা কুড়িয়ে নিয়েছে। আইপিএলের মঞ্চে এবার পরিচিতি পাবেন এলএসজি-র ক্রিকেটারদের মায়েরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 07, 2022 4:18 PM IST