Mohun Bagan vs East Bengal: পাল্টে গেল ম্যাচের সময়, তৃণমূলের ব্রিগেডের দিনই হচ্ছে ইস্ট-মোহন ডার্বি

Last Updated:

Mohun Bagan vs East Bengal ISL Derby: যাবতীয় টালবাহান, জল্পনা-কল্পনার অবসান ঘটল। আগামী ১০ মার্চ তৃণমূলর কংগ্রেসের ব্রিগেডের দিনই হতে চলেছে আইএসএসলের ফিরতি লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি।

কলকাতা: যাবতীয় টালবাহান, জল্পনা-কল্পনার অবসান ঘটল। আগামী ১০ মার্চ তৃণমূলর কংগ্রেসের ব্রিগেডের দিনই হতে চলেছে আইএসএসলের ফিরতি লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি। তবে ব্রিগেডের কারণে পূর্ব নির্ধারিত সময়ে নয়, রবিবার রাত ৯টা থেকে সল্টলেকের যুবভারতীতে স্টেডিয়ামে হবে ডার্বি।
এর আগে বিধাননগর পুলিশের তরফে জানানো হয়েছিল ১০ তারিখ ডার্বি হলে কোনওভাবই নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ওই দিন সকাল ব্রিগেডে রয়েছে তৃণমূলের জনগর্জন সভা। প্রাথমিকভাব জানানো হয়েছিল পিছিয়ে যাচ্ছে ডার্বি। ১১ তারিখ হতে পারে বলেও জল্পনা ছিল। এমনটাও শোনা যাচ্ছিল ডার্বি ভুবনেশ্বরে স্থানান্তরিত হতে পারে। তবে সমর্থকদের কথা মাথায় রেখে রাত ৯টা থেকে ডার্বি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
তবে ম্যা অন্যত্র সরাতে রাজি ছিল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। কারণ এটি লাল-হলুদের হোম ম্যাচ। আর রবিবারের পরিবর্তে সোমবারের মত কর্মব্যস্ত দিনে ডার্বি করাতেও নিমরাজি ছিল লাল-হলুদ কর্তৃপক্ষ। ফ্যানেদের মধ্যেও রবিবারই ডার্বি করার দাবি ওঠে। শেষ পর্যন্ত ব্রিগেড শেষের পর কিছুটা সময় ছেড়ে তারপর ডার্বি করতে রাজি হয়েছে পুলিশ-প্রশাসন।
বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan vs East Bengal: পাল্টে গেল ম্যাচের সময়, তৃণমূলের ব্রিগেডের দিনই হচ্ছে ইস্ট-মোহন ডার্বি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement