MS Dhoni: আইপিএলের আগেই অবসর ধোনির? সিএসকে-তে দেখা যাবে নতুন ভূমিকায়! ঝড় তুলল ধোনির পোস্ট

Last Updated:

MS Dhoni: আইপিএল ২০২৪ শুরুর আগে আগে ধোনির আরও এক রহস্যময় পোস্ট। যা ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা। নতুন শুরু করার কথা জানালেন মাহি।

এমএস ধোনি
এমএস ধোনি
কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঠিক একইভাবে অবসর নিয়েছিলেন এমএস ধোনি। ২০২০ সালে ১৫ অগাস্ট সন্ধ্যায় হঠাৎ পোস্ট করে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের ২বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এবার আইপিএল ২০২৪ শুরুর আগে আগে ধোনির এক রহস্যময় পোস্ট। যা ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা।
সোশ্যাল মিডিয়ায় একেবারেই সক্রিয় নন মাহি। নিজের অবসর গ্রহণের পোস্টের পর আর কটা পোস্ট করেছে তা হাতে গুনে বলা যাবে। এবার আইপিএল শুরুর আগে এমএস ধোনি পোস্টে লিখলেন ‘নতুন শুরুর’ কথা। ফেসবুক পোস্টে ধোনি লিখেছেন,‘নতুন মরসুমে নতুন ভূমিকায় নামার জন্য মুখিয়ে রয়েছি। সঙ্গে থাকুন!’ ১২ শব্দের এই পোস্ট তোলপার ফেলে দিয়েছে ক্রিকেট দুনিয়ায়।
advertisement
এই পোস্টের পর প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি আইপিএলের ১৭তম মরশুম শুরুর আগেই অবসর নিতে চলেছেন ধোনি।? এবার কি তাহলে সিএসকের ডাগআউটে মেন্টরের ভূমিকায় দেখা যাবে ধোনিকে? সেই কারণেই কি পোস্টে ‘নতুন ভূমিকা’ লিখেছেন তিনি। না এবার আইপিএলে অধিনায়ক ও মেন্টর দুই ভূমিকাতেই দেখা যাবে ধোনিকে? প্রশ্ন অনেক, উত্তর জানেন ওই ঠান্ডা মস্তিষ্কে দুনিয়া জয় করা লোকটা।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০২২ সালে ধোনির পরবর্তি অধিায়ক খুঁজে নিতে জাদেজাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর সিএসকের ব্যর্থতার নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঝপথে ফের দায়িত্ব নিতে হয়েছিল ধোনিকে। তারপর ২০২৩ সালে ফের চ্যাম্পিয়ন। বেন স্টোকসকে ভাবা হয়েছিল পরবর্তী অধিনায়ক হিসেবে। সেই আশাও সফল হয়নি। এবার অনেকেই মনে করছেন ঋতুরাজ গায়কোয়াড়কে করা হতে পারে সিএসকের পরবর্তী অধিনায়ক।
বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni: আইপিএলের আগেই অবসর ধোনির? সিএসকে-তে দেখা যাবে নতুন ভূমিকায়! ঝড় তুলল ধোনির পোস্ট
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement