Mohun Bagan: শূন্য থেকে সিংহাসনে সৃঞ্জয়, ভোট উড়িয়ে সমঝোতায় ভরসা মোহনবাগানে

Last Updated:

বাগানে শান্তি জল ৷ সচিবের হটসিটে সৃঞ্জয়। সভাপতি দেবাশীষ। আসন ভাগের ফর্মুলা নিয়ে বৈঠক চলতি সপ্তাহে।

শূন্য থেকে সিংহাসনে সৃঞ্জয়, ভোট উড়িয়ে সমঝোতায় ভরসা মোহনবাগানে
শূন্য থেকে সিংহাসনে সৃঞ্জয়, ভোট উড়িয়ে সমঝোতায় ভরসা মোহনবাগানে
পারাদীপ ঘোষ, কলকাতা : দিন দশ আগের সেই গনগনে লাভা উগরে দেওয়া ছবিটার বদল ঘটেছে! মোহনবাগান নির্বাচনে এখন মেরে কেটে পোড়া কাঠ-কয়লার আঁচ ৷ আমূল কোনও পরিবর্তন না ঘটলে ভোট ঘিরে বড়সড় প্রশ্নচিহ্ন বাগানে ৷ যদিও কবে কী হয়, এই অঙ্কে দুই শিবিরেই তৈরি থাকছে যুদ্ধ-নামা ৷ মনোনয়ন পত্র তুলে ডামি প্যানেল খাড়া রাখা হচ্ছে দুই পক্ষেই ৷ তবে সূত্রের খবর, সময়ের সঙ্গে সঙ্গে বাগানে নির্বাচনের সম্ভাবনা ঠান্ডা ঘরের পথে ৷ প্রস্তুতি সভা থেকে রণকৌশলের ওয়ার রুমে উধাও প্রতিপক্ষকে বিঁধে ফেলার ঝনঝনানি।
তা হলে? দর কষাকষি, আপোস, আলোচনাতেই বাগান ভোটে রফাসূত্র খোঁজার চেষ্টা প্রায় শেষের পথে ৷ মিলিজুলি ফর্মুলায় ভাগাভাগি হয়ে যাচ্ছে সচিব ও সভাপতি-সহ পুরো কমিটি ৷ উপরমহলের বাতলে দেওয়া ফর্মুলায় সচিবের সিংহাসনে ফিরছেন সৃঞ্জয় বোস। সভাপতির আলঙ্কারিক পদে টুটু বোসের জায়গায় দেবাশীষ দত্ত। বাগান কমিটির বাকি পদ ভাগাভাগি হয়ে যাবে সৃঞ্জয় ও দেবাশীষের অনুগামীদের মধ্যে।
advertisement
advertisement
মোহনবাগান নির্বাচনকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তাপ ও উত্তেজনার আঁচ পড়ছিল রাজনৈতিক মহলে। ভাগ হয়ে যাচ্ছিল পাল্লায় ভারি রাজনৈতিক অন্দরমহল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই বাগানের দুই হেভিওয়েটকে সমঝোতার রাস্তায় সরে আসতে বলা হয়। বাগানে শান্তির জল ছেটানোর দায়িত্ব বর্তায় রাজ্যের প্রথম সারির নেতা ও মন্ত্রীর উপর। তারপরেই এই সন্ধির সিদ্ধান্ত।
advertisement
নির্বাচনের দিনক্ষণ সরকারি ভাবে ঘোষণা না করা হলেও ২২ জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভোট হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। শুরু হয়ে গিয়েছিল নির্বাচনী প্রক্রিয়াও। ৯ জুন মনোনয়ন পেশের শেষ দিন। দুই পক্ষের শান্তি চুক্তি মত সেই দিনেই মনোনয়ন পত্র জমা দিতে পারে সৃঞ্জয় ও দেবাশীষ গোষ্ঠী।
advertisement
বাগানে বরং যাবতীয় আকর্ষণ এখন আসন বন্টনের ফর্মুলা নিয়ে ৷ চলতি সপ্তাহের শেষেই এই ইস্যুতে কথা হবে দুই হেভিওয়েটের। তারপরেই সোমবার মনোনয়নপত্র পেশ।
advertisement
সমঝোতা সূত্র কার্যকর হলে আখরে লাভ সৃঞ্জয়েরই। বাগানে পরিচালক মন্ডলীতে শূন্য থেকে আবারও সচিবের সিংহাসন ফিরে পাওয়া ৷ মাইন্ড গেমে জয়ী টুটু বোসের বড় ছেলে। যদিও দেবাশীষ অনুগামীদের যুক্তি, পিছিয়ে থেকে শুরু করে শেষ ল্যাপে সভাপতির চেয়ার দখলে রাখাটাই তাদের লক্ষ্য ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan: শূন্য থেকে সিংহাসনে সৃঞ্জয়, ভোট উড়িয়ে সমঝোতায় ভরসা মোহনবাগানে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement