শামির আগুনে বোলিং, শাহবাজের স্পিনের 'ছোবল'! গুজরাতকে উড়িয়ে দিল বাংলা

Last Updated:

Mohammed Shami: ইডেনে লো স্কোরিং ম্যাচে গুজরাত হেলায় উড়িয়ে দিয়ে রনজি ট্রফিতে টানা দ্বিতীয় জয় পেল বাংলা। সৌজব্য মহম্মদ শামর আগুনে বোলিং ও শাহবাজ আহমেদের স্পিনের ছোঁবল।

News18
News18
ইডেনে লো স্কোরিং ম্যাচে গুজরাত হেলায় উড়িয়ে দিয়ে রনজি ট্রফিতে টানা দ্বিতীয় জয় পেল বাংলা। সৌজব্য মহম্মদ শামর আগুনে বোলিং ও শাহবাজ আহমেদের স্পিনের ছোঁবল। ভারতীয় দল থেকে বর্তমানে ব্রাত্য দুই প্লেয়ারই বাংলাকে এনে দিল ১৪১ রানের বিরাট জয়। দুই মিলিয়ে শামি নিলেন ৮ উইকেট ও শাহবাজ আহমেদ শিকার করলেন ৯টি উইকেট। রনজির প্রথম ২ ম্যাচে ১৫ উইকেট শামি বার্তা বিসিসিআই নির্বাচকদের, টিম ইন্ডিয়ার জার্সি পরতে এখনও তৈরি তিনি। সক্ষম ম্যাচ জেতাতে।
ইডেন গার্ডেন প্রথম ইনিংসে ২৭৯ রান করে বাংলা। সুমন্ত গুপ্তা ৬৩ ও সুদীপ ঘরামি ৫৬ রানের ইনিংস খেলেন। জবাবে প্রথম ইনিংসে গুজরাত গুটিয়ে যায় মাত্র ১৬৭ রানে। শাহবাজ একাই ৬টি, শামি ৩টি ও আকাশ দীপ ১টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে বাংলা ২১৪ রানে ৮ উইকেটে ডিক্লেয়ার করে। অনুষ্টুপ মজুমদার ৫৮ ও সুদীপ ঘরামি ৫৪ রান করে।
advertisement
মঙ্গলবার, ম্যাচের শেষ দিন জেতার জন্য গুজরাতের সামনে ৩২৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বাংলা। একটা সময় গুজরাত ৫০/৩ হয়ে গিয়েছিল। কিন্তু উর্ভিল প্যাটেলের সেঞ্চুরি ও জয়মিত প্যাটেলের ৪৫ রানের ইনিংস কিছুটা হলেও চাপ বাড়িয়েছিল বাংলার। কিন্তু তাদের জুটি ভাঙতেই বাংলাকে জয়ের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি। ১৮৫ রানে অলআউট হয়ে যায় গুজরাত।
advertisement
advertisement
ভারতীয় দলে কার্যত বাতিলের তালিকায় ফেলে দেওয়া হয়েছে বহু যুদ্ধ জয়ের নায়ক মহম্মদ শামিকে। বোর্ড কর্তাদের সঙ্গেও শামির সম্পর্কের অবনতি নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। কিন্তু বিতর্কে কান না দিয়ে মাঠেই নিজেকে প্রমাণ করায় জোর দিয়েছেন শামি। দুটি ম্যাচে ১৫ উইকেট শিকার তার প্রমাণ। এবার আগরকর অ্যান্ড কোং-এর শামির উপর কৃপাদৃষ্টি পড়ে কিনা সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শামির আগুনে বোলিং, শাহবাজের স্পিনের 'ছোবল'! গুজরাতকে উড়িয়ে দিল বাংলা
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement