IND vs AUS: প্রথম টি২০-র আগে ভারতীয় দলের ৩ তারকার লড়াই! কার পুড়বে কপাল? বড় সিদ্ধান্ত নিতে হবে গম্ভীরকে!

Last Updated:
IND vs AUS 1st T20: বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত-বনাম অস্ট্রেলিয়ার টি-২০ সিরিজ। ক্যানবেরার মানুকা ওভালে হবে এই ম্যাচ। ক্যানবেরার ফাস্ট ও বাউন্সি উইকেটে ভারতীয় দলের বোলিং কম্বিনেশন কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা।
1/7
বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত-বনাম অস্ট্রেলিয়ার টি-২০ সিরিজ। ক্যানবেরার মানুকা ওভালে হবে এই ম্যাচ। ক্যানবেরার ফাস্ট ও বাউন্সি উইকেটে ভারতীয় দলের বোলিং কম্বিনেশন কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা।
বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত-বনাম অস্ট্রেলিয়ার টি-২০ সিরিজ। ক্যানবেরার মানুকা ওভালে হবে এই ম্যাচ। ক্যানবেরার ফাস্ট ও বাউন্সি উইকেটে ভারতীয় দলের বোলিং কম্বিনেশন কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা।
advertisement
2/7
এশিয়া কাপে ধীর, কম বাউন্স এবং স্পিন-বান্ধব পিচে খেলেছিল ভারতীয় দল। সেখানে ৩ স্পিনার, এক পেসার নিয়ে খেলেছিল ভারতীয় দল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোন রণনীতি নেবেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব, এখন সেটাই দেখার।
এশিয়া কাপে ধীর, কম বাউন্স এবং স্পিন-বান্ধব পিচে খেলেছিল ভারতীয় দল। সেখানে ৩ স্পিনার, এক পেসার নিয়ে খেলেছিল ভারতীয় দল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোন রণনীতি নেবেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব, এখন সেটাই দেখার।
advertisement
3/7
ক্যানবেরার পিচ সাধারণত ব্যাটিংয়ের জন্য ভালো, যেখানে বলের গতি ও বাউন্স সমান থাকে। তাই, ফাস্ট বোলারদের উপর নির্ভরতা বেশি থাকবে। সেই হিসেবে, ভারতকে তাদের তিন স্পিনারের কৌশল থেকে সরে আসতে হতে পারে।
ক্যানবেরার পিচ সাধারণত ব্যাটিংয়ের জন্য ভালো, যেখানে বলের গতি ও বাউন্স সমান থাকে। তাই, ফাস্ট বোলারদের উপর নির্ভরতা বেশি থাকবে। সেই হিসেবে, ভারতকে তাদের তিন স্পিনারের কৌশল থেকে সরে আসতে হতে পারে।
advertisement
4/7
এশিয়া কাপে ভারতীয় দলের প্রথম একাদশে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী একসঙ্গে খেলেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি২০-তে তিনজনের একসঙ্গে খেলার সম্ভাবনা খুবই কম।
এশিয়া কাপে ভারতীয় দলের প্রথম একাদশে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী একসঙ্গে খেলেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি২০-তে তিনজনের একসঙ্গে খেলার সম্ভাবনা খুবই কম।
advertisement
5/7
মাঠের আকার স্পিনারদের সাহায্য করতে পারে, কিন্তু পিচ তা করবে না। এখানেই অক্ষর কুলদীপ ও বরুণের থেকে এগিয়ে। তিনি একজন অলরাউন্ডার হিসেবে কার্যত নিজের জায়গা পাকা করে ফেলেছেন।
মাঠের আকার স্পিনারদের সাহায্য করতে পারে, কিন্তু পিচ তা করবে না। এখানেই অক্ষর কুলদীপ ও বরুণের থেকে এগিয়ে। তিনি একজন অলরাউন্ডার হিসেবে কার্যত নিজের জায়গা পাকা করে ফেলেছেন।
advertisement
6/7
দ্বিতীয় স্পিনারের জায়গার জন্য কুলদীপ ও বরুণের মধ্যে লড়াই। কিন্তু অস্ট্রেলিয়ায় কুলদীপের অতীত পারফরম্যান্স ভালো। তিনি অস্ট্রেলিয়ায় সব ফরম্যাটে খেলেছেন, যেখানে বরুণ এখনও একটিও ম্যাচ খেলেননি। তাই অভিজ্ঞতা ও পরিস্থিতি বোঝার ক্ষেত্রে কুলদীপ অনেক এগিয়ে।
দ্বিতীয় স্পিনারের জায়গার জন্য কুলদীপ ও বরুণের মধ্যে লড়াই। কিন্তু অস্ট্রেলিয়ায় কুলদীপের অতীত পারফরম্যান্স ভালো। তিনি অস্ট্রেলিয়ায় সব ফরম্যাটে খেলেছেন, যেখানে বরুণ এখনও একটিও ম্যাচ খেলেননি। তাই অভিজ্ঞতা ও পরিস্থিতি বোঝার ক্ষেত্রে কুলদীপ অনেক এগিয়ে।
advertisement
7/7
বরুণ সাধারণত ফ্ল্যাট ট্রাজেক্টরিতে বল করেন, যা বাউন্স পেলে বিপজ্জনক হতে পারে। কিন্তু যদি পিচ থেকে সাহায্য না মেলে, তবে তিনি খরুচে হতে পারেন। অন্যদিকে, কুলদীপের বল বাউন্সও পায়, ড্রিফটও করে, এবং তিনি বাঁ হাতি চায়নাম্যান হওয়ায় ব্যাটারদের বোঝা কঠিন। তাই ভারত সম্ভবত মানুকা ওভালে অভিজ্ঞ কুলদীপকেই বেছে নেবে।
বরুণ সাধারণত ফ্ল্যাট ট্রাজেক্টরিতে বল করেন, যা বাউন্স পেলে বিপজ্জনক হতে পারে। কিন্তু যদি পিচ থেকে সাহায্য না মেলে, তবে তিনি খরুচে হতে পারেন। অন্যদিকে, কুলদীপের বল বাউন্সও পায়, ড্রিফটও করে, এবং তিনি বাঁ হাতি চায়নাম্যান হওয়ায় ব্যাটারদের বোঝা কঠিন। তাই ভারত সম্ভবত মানুকা ওভালে অভিজ্ঞ কুলদীপকেই বেছে নেবে।
advertisement
advertisement
advertisement