শামির পরিণতি হত সুশান্তের মতো! ১৯ তলা থেকে ঝাঁপ দিতেন! বন্ধুর বিস্ফোরক দাবি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mohammad Shami: ভারতীয় ফাস্ট বোলারের বন্ধু উমেশ একটি সাক্ষাত্কারে শামির সম্পর্কে বলেছেন, "শামি সেই সময় সবকিছুর সাথে লড়াই করছিল... ও আমার সাথে আমার বাড়িতে থাকত। কিন্তু যখন ফিক্সিংয়ের অভিযোগ ওঠে, তখন ও ভেঙে পড়েছিল। শামি বলেছিল, ও সব কিছু সহ্য করতে পারে, তবে দেশের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ সহ্য করতে পারবেন না।
কলকাতা: মহম্মদ শামির বন্ধু উমেশ কুমার এবার বড়সড় দাবি করে বসলেন। শামির বন্ধু উমেশ জানিয়েছেন, এক সময় নিজেকে শেষ করার কথা ভেবেছিলেন শামি।
শুভঙ্কর মিশ্রের পডকাস্ট-এ দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন উমেশ। শামি তাঁর ভাল বন্ধু। অনেকটা সময় শামিকে খুব কাছ থেকে দেখেছেন উমেশ।
স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিচ্ছেদের পরিস্থিতি শামির জন্য বেশ চাপের ছিল। জানিয়েছেন উমেশ। কারণ হাসিন তাঁর বিরুদ্ধে নির্যাতনের মামলাও করেছিলেন।
advertisement
আরও পড়ুন- গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়ার প্রথম অনুশীলন, ভারতীয় ক্রিকেটে শুরু নয়া অধ্যায়
এক পাকিস্তানি মহিলার কাছ থেকে টাকা নিয়ে শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও তুলেছিলেন তিনি। যদিও কর্তৃপক্ষ শামিকে এই অভিযোগ থেকে অব্যহতি দিয়েছে। তাঁর বন্ধু উমেশ কুমার এবার শুভঙ্কর মিশ্রর পডকাস্টে জানান, একটা সময় শামি নিজেকে শেষ করার কথা ভাবতে শুরু করেছিলেন।
advertisement
—- Polls module would be displayed here —-
ভারতীয় ফাস্ট বোলারের বন্ধু উমেশ একটি সাক্ষাত্কারে শামির সম্পর্কে বলেছেন, “শামি সেই সময় সবকিছুর সাথে লড়াই করছিল… ও আমার সাথে আমার বাড়িতে থাকত। কিন্তু যখন ফিক্সিংয়ের অভিযোগ ওঠে, তখন ও ভেঙে পড়েছিল। শামি বলেছিল, ও সব কিছু সহ্য করতে পারে, তবে দেশের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ সহ্য করতে পারবেন না।
advertisement
উমেশ আরও বলেন, “সেই রাতে বড় কিছু করতে চেয়েছিল ও… ভোর ৪টের দিকে যখন ঘুম থেকে উঠেছিলাম জল খেতে, আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম ও বারান্দায় দাঁড়িয়ে ছিল.. ১৯ তলার বারান্দায়। আমি বুঝতে পারছিলাম, ও কী করার কথা ভাবছে!
আরও পড়ুন- হার্দিক-অনন্যা প্রেম করছেন! বিয়ে বাড়ি থেকে নতুন সম্পর্ক! বড় ঘটনা বি-টাউনে
তিনি আরও বলেন, আমি মনে করি সেই রাত ছিল শামির জীবনের দীর্ঘতম রাত। পরে একদিন যখন আমরা কথা বলছিলাম, ওর ফোনে একটি মেসেজ আসে, জানা যায় শামিকে মামলার তদন্ত কমিটি থেকে ক্লিন চিট দিয়েছে। বিশ্বকাপ জেতার পরও হয়তো সেদিনের মতো খুশি হত না ও।
advertisement
উমেশ বলেন, ও বলছিল, আমি যদি আজ মহম্মদ শামি না হতাম, কেউ আমার পরিস্থিতি নিয়ে চিন্তা করত না। মিডিয়া এতে আগ্রহী হত না… তাহলে আমি কেন সেই জিনিসটি ছেড়ে দেব যা আমাকে শামি করেছে… তাই আমি ক্রিকেট খেলব। আগের থেকেও ভাল খেলব।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 24, 2024 1:37 PM IST