India vs Sri Lanka: গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়ার প্রথম অনুশীলন, ভারতীয় ক্রিকেটে শুরু নয়া অধ্যায়, দেখুন ভিডিও

Last Updated:

India vs Sri Lanka: কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম চ্যালেঞ্জ শ্রীলঙ্কা সফর। ভারতের কোচ হিসেবে প্রথমবার দল নিয়ে অনুশীলনে নামলেন গম্ভীর। সামনে এল সেই ভিডিও। সৌজন্যে বিসিসিআই।

গৌতম গম্ভীর
গৌতম গম্ভীর
কলম্বো: ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে সোমবারই প্রথম সাংবাদিক বৈঠক করেছিলেন গৌতম গম্ভীর। আগামী ৩ বছর নিজের টার্গেট অনেকটাই পরিষ্কার করে দিয়েছেন টিম ইন্ডিয়ার নতুন হেডস্যার। এবার ভারতের কোচ হিসেবে প্রথমবার দল নিয়ে অনুশীলনে নামলেন গম্ভীর। সামনে এল সেই ভিডিও। সৌজন্যে বিসিসিআই।
কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম চ্যালেঞ্জ শ্রীলঙ্কা সফর। ইতিমধ্যেই শ্রীলঙ্কায় পৌছে গিয়েছে ভারতীয় দল। সেখানে পৌছে সময় নষ্ট করেননি নতুন কোচ। দল নিয়ে নেমে পড়েছেন অনুশীলনে। মঙ্গলবার থেকে ভারতীয় ক্রিকেটে গম্ভীর যুগের সূচনা হয়ে গেল। কলম্বোয় মঙ্গলবার সকালে অনুশীলন করে টিম ইন্ডিয়া।
advertisement
advertisement
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায় অনুশীলনে নামছেন গৌতম গম্ভীর। প্রথম দিনই মাঠে অনুশীলনে তীক্ষ্ণ নজর রাখেন তিনি। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে ও তাদের বিভিন্ন বিষয়ে টিপসও দেখা যায়। গৌতম গম্ভীরের সঙ্গে গোটা দলকে ফুরফরে মেজাজেই পাওয়া যায়।
advertisement
প্রসঙ্গত, ২৭ জুলাই থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। ২৭, ২৮, ৩০ জুলাই ৩টি টি-২০ ম্যাচ খেলবে দুই দেশ। এরপর ২, ৪ ও ৭ অগাস্ট ৩টি একদিনের ম্যাচ খেলবে ভারত-শ্রীলঙ্কা। টি-২০ সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব ও ওডিআই সিরিজে রোহিত শর্মা। জয় দিয়ে কোচিং কেরিয়ার শুরু করতে আত্মবিশ্বাসী গম্ভীর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Sri Lanka: গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়ার প্রথম অনুশীলন, ভারতীয় ক্রিকেটে শুরু নয়া অধ্যায়, দেখুন ভিডিও
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement