টেস্ট ক্রিকেটকে বাঁচাতে চার দিনের টেস্ট করার পরিকল্পনা !

Last Updated:

বৈঠকে এমসিসি-র কর্তাদের বোঝানো হয়, টেস্ট ক্রিকেটকে বাঁচাতে পাঁচ দিন নয়, চার দিনের টেস্ট ম্যাচ করা হোক !

#মুম্বই:  মেরিলিবোন ক্রিকেট ক্লাব ৷  ক্রিকেটের সবচেয়ে গোঁড়া সংস্থা হিসেবে যারা পরিচিত ৷ সাবেক টেস্ট ম্যাচের নিয়ম-কানুন বদলের বিশেষ পক্ষপাতী যারা কোনওদিনই ছিল না ৷ তারাই এবার টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে চিন্তায় ৷  এর জন্য মঙ্গলবার মুম্বইয়ে বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছিল এমসিসি-র তরফে ৷  ভারত থেকে এই কমিটিতে বিসিসিআই সভাপতি অনরাগ ঠাকুর ছাড়াও ছিলেন সিএবি প্রেসিডেন্ট ও বোর্ডের টেকনিক্যাল কমিটির সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বৈঠকে এমসিসি-র কর্তাদের বোঝানো হয়, টেস্ট ক্রিকেটকে বাঁচাতে পাঁচ দিন নয়, চার দিনের টেস্ট ম্যাচ করা হোক ! মঙ্গলবারের সভায় মোটামুটিভাবে সিদ্ধান্ত হয়েই গেল যে আইসিসি-র কাছে এবার চারদিনের টেস্ট করার পক্ষে মত দেওয়া হবে।
এমসিসি’ই ক্রিকেটের নিয়মকানুন তৈরি করে। তারা ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি’র কাছে কোনও কিছু সুপারিশ করা মানে তার গুরুত্বই আলাদা। এর আগে চারদিনের টেস্টের ভাবনা গ্রহণ করতে চায়নি বিশ্বের সবচেয়ে পুরনো এবং একদা রক্ষণশীল ক্রিকেট ক্লাব। কিন্তু সৌরভরা অনেকেই জোর দিয়ে বলেন, টেস্ট ক্রিকেটকে বাঁচাতে গেলে চারদিনের না করলে উপায় নেই।   সৌরভদের এই ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির বছরে দু’বার সভা হয় ৷  এই কমিটিতে রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাকালাম, রামিজ রাজার মতো প্রাক্তন ক্রিকেটাররাও রয়েছেন ৷  শুধু চার দিনের টেস্ট ম্যাচই নয়, ব্যাটের মাপও এবার বেঁধে দিতে চাইছে এমসিসি ৷ অতিরিক্ত চওড়া ও ভারী ব্যাট নিয়ে ব্যাটসম্যানদের ঝুড়ি ঝুড়ি রান করার দিন হয়তো শেষ হতে চলেছে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
টেস্ট ক্রিকেটকে বাঁচাতে চার দিনের টেস্ট করার পরিকল্পনা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement