হোম /খবর /খেলা /
'সাকিব, লিটনদের আটকে রাখা অন্যায়!' বাংলাদেশ বোর্ডের বিরুদ্ধে মুখ খুললেন মাশরাফি

'সাকিব, লিটনদের আটকে রাখা অন্যায়!' বাংলাদেশ বোর্ডের বিরুদ্ধে মুখ খুললেন মাশরাফি

বাংলাদেশ ক্রিকেটারদের প্রথম থেকে আইপিএল খেলার পক্ষে মুর্তাজা

বাংলাদেশ ক্রিকেটারদের প্রথম থেকে আইপিএল খেলার পক্ষে মুর্তাজা

  • Share this:

ঢাকা: সাকিব আল হাসান যদি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় সুপারস্টার হয়ে থাকেন, তবে মাশরাফি মুর্তজা প্রথম বড় সুপারস্টার। লাল সবুজের ক্রিকেট ইতিহাসে মাশরাফির অবদান অনেক। আজকের বাংলাদেশ হয়ে ওঠার পেছনে মাশরাফির বল এবং ব্যাটে বাংলাদেশ বহু কঠিন ম্যাচ জিতেছে। তাই বাংলাদেশ ক্রিকেটে মাশরাফির কথার গুরুত্ব থাকবেই।

সাকিব-লিটনদের আইপিএলে খেলার বিষয়ে বিসিবির এমন সিদ্ধান্তে একটু যেন অবাকই হয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি মনে করেন, আবেগের বশবর্তী হয়ে কোনও সিদ্ধান্ত না নিয়ে ক্রিকেটারদের কিসে ভাল হবে, সেটাই ভাবা উচিত।

আরও পড়ুন - ভারতের বিরুদ্ধে কার্গিল যুদ্ধে লড়তে চেয়েছিলেন শোয়েব! দাবি নিয়ে হাসাহাসি পাকিস্তানেই

মাশরাফি বলেছেন, টেস্ট খেলা থাকলেও দল যদি এটা সামলাতে পারে, তাহলে গেলে তো সমস্যা নেই। পৃথিবীর অন্য কোনও দেশ তো কোনও ক্রিকেটারকে আটকাচ্ছে না। আমরা শুধু শুধু আবেগপ্রবণ হয়ে তো লাভ নেই। ওদের সঙ্গে খোলামেলা আলোচনা করা উচিত। ওরা যদি মন থেকে যেতে চায়, তাহলে কেন নয়?

টেস্ট ম্যাচ যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে, আমার মনে হয়, এটা সামলানোর সামর্থ্য আছে। প্রতিবার এভাবে আটকে দিলে ক্রিকেটারদের মন ভেঙে যায়। আশা করি এটা বোর্ডের দায়িত্বে থাকা ব্যক্তিরা বুঝবেন। মাশরাফির কথা অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুনবেন কিনা ভবিষ্যৎ বলবে।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: BCB, IPL 2023, Mashrafe Mortaza