জিয়াগঞ্জে প্রিয় জায়গায় বসে অরিজিৎ সিং! পাশে বাংলার ক্যাপ্টেন, যেন লাখ টাকার ছবি!
- Published by:Suman Majumder
Last Updated:
Arijit Singh meets Manoj Tiwary: অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করে এক আশ্চর্য উপলব্দি হল মনোজ তিওয়ারির। মন্ত্রীমশাই লিখলেন সে কথা।
জিয়াগঞ্জ: সেরা হলেই কি সব সময় দেখনদারি থাকতে হবে! সোশ্যাল মিডিয়ার বাজারে এখন দেখনদারিতেই বাজিমাৎ! যে যেমনভাবে পারছে আকর্ষণীয় হওয়ার চেষ্টা করছে। এমন মহাজাকজমকের সময়ে তিনি একা দাঁড়িয়ে উদাহরণের মতো। তিনি অরিজিৎ সিং।
সাফল্য যাঁর পায়ের তলায় লুটিয়ে পড়েছে। তবে সেই সাফল্যকে তিনি মাথায় উঠতে দেননি। তিনি সদর্পে জানিয়ে রেখেছেন যেন, যেমন ছিলাম, তেমনই আছি, তেমনটাই থাকব। প্রিয় জিয়াগঞ্জ, পাশে প্রিয়জন, সাধারণ জীবন-যাপন। এতেই তিনি স্বভাব বেঁধে ফেলেছেন।
আরও পড়ুন- পুলে নেমেও হাতে সেই ক্রাচ! ঋষভ পন্থের এই ভিডিও দেখে চোখে জল আসতে পারে
প্রিয় জায়গায় থাকলে তিনি সব থেকে ভাল থাকেন যেন! অরিজিৎ সিং এখন জিয়াগঞ্জেই। কিছুদিন আগে দোলের সময় তাঁর একটি ছবি ভাইরাল হয়েছিল। পেছনে এক বন্ধুকে বসিয়ে রং মেখে তিনি অলিগলি ঘুরে বেড়াচ্ছেন। ঠিক যেন পাড়ার ছেলে! সেই অরিজিৎ সিংয়ের আবারও একটি ছবি ভাইরাল হওয়ার মুহূর্তে দাঁড়িয়ে।
advertisement
advertisement
এবারের ছবিতে অরিজিৎ স্বভাবসিদ্ধ সাধারণ ভঙ্গিতে বসে। গায়ে হালকা সবুজ রঙের কুর্তা। যেখানে তিনি বসে রয়েছেন সেটা নদীর পাড়। পাশ দিয়ে চলে গিয়েছে মেঠো পথ, আশেপাশে গাছগাছালি। আর তাঁর পাশেবিশ বসে রয়েছে বাংলা ক্রিকেট দলের অধিনায়ক ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।
মনোজই জানালেন, যে জায়গায় অরিজিৎ সিং বসে রয়েছেন সেটা কিংবদন্তি গায়কের প্রিয় জায়গা। সেখানেই কোনও কারণ মনোজের সঙ্গে দেখা অরিজিৎ সিংয়ের। মনোজ তাঁর সাধারণ থাকার কৌশলে মুগ্ধ। আর সেটা তিনি লিখলেন এই ছবির ক্যাপশনে।
advertisement
In character, in manner, in style, in all things, the supreme excellence is simplicity which he possesses. God’s gift to all of us
— MANOJ TIWARY (@tiwarymanoj) March 15, 2023
Moments captured in a place which is very close to his heart. Lovely catching up with u @arijitsingh pic.twitter.com/ySWWg8UPbz
advertisement
আরও পড়ুন- ঠিক যেন নিজের দাদা! দিল্লির অনুশীলনে ক্রিকেটারদের 'বড়দা' হয়ে শেখাচ্ছেন সৌরভ
মনোজ তিওয়ারি আরও লিখলেন, অরিজিৎ সাধারণের মধ্যে অসাধারণ একজন। সাধারণ থাকাটাই এই দুনিয়ায় সব থেকে বৃহৎ ব্যাপার। বাংলার গায়কের সঙ্গে দেখা করে সেটা উপলব্ধি করলেন মনোজ। আরও একটি অনুভূতি হয়েছে মন্ত্রীমশাইয়ের। অরিজিৎ সিং বাংলার মানুষের কাছে একটা উপহারের মতো।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2023 11:09 PM IST