Sourav Ganguly: ঠিক যেন নিজের দাদা! দিল্লির অনুশীলনে ক্রিকেটারদের 'বড়দা' হয়ে শেখাচ্ছেন সৌরভ
- Reported by: ERON ROY BURMAN
- Published by:Debamoy Ghosh
Last Updated:
মনীশ পান্ডে, যশ ধূল, আমন খানদের ব্যাটিংয়ের টেকনিক থেকে ম্যাচ টেম্পারমেন্ট সব নিয়ে হাতেকলমে বুঝিয়ে দিচ্ছেন দাদা।
কলকাতা: দাদা ঠিক যেন দাদা-ই। ছোট ভাইরা ভুল ত্রুটি করলে দৌড়ে যাচ্ছেন সামনে। হাতে ধরে দেখিয়ে দিচ্ছেন কোথায় ভুল হচ্ছে। সাথে সাথে বলে দিচ্ছেন আর ভুল থেকে শিক্ষা নিয়ে ঠিক কী করলে ভাল করা যাবে। ঘণ্টা চারেক ঠায় দাঁড়িয়ে একই কাজ করে চলেছেন। ৫০ পেরিয়ে গেলেও নিজের চেনা গণ্ডিতে যেন সেই ২৬- এর যুবক।
উপরের লাইনগুলো একজনের জন্যই প্রযোজ্য। তিনি বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ১৯ মার্চ থেকে রাজধানীতে আইপিএলের চূড়ান্ত শিবির করবে দিল্লি ক্যাপিটালস। তবে তার আগে দিন দু' য়েকের জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে কলকাতায়। দিল্লির কোচ রিকি পন্টিং আসার আগেই ক্রিকেটারদের একেবারে ম্যাচের জন্য তৈরি করে ফেলছেন দলের ডিরেক্টর সৌরভ।
advertisement
advertisement
মনীশ পান্ডে, যশ ধূল, আমন খানদের ব্যাটিংয়ের টেকনিক থেকে ম্যাচ টেম্পারমেন্ট সব নিয়ে হাতেকলমে বুঝিয়ে দিচ্ছেন দাদা। দলের ডিরেক্টর হয়েও মাঠে নেমে হাতেকলমে কাজ করছেন সৌরভ। সল্টলেকে যাদবপুর ক্যাম্পাসের মাঠে দিল্লির অনুশীলন জুড়ে পুরোটাই সৌরভ। প্লেয়ারদের অনুশীলনের পর খাবারের কী ব্যবস্থা হবে তার খোঁজ থেকে শুরু করে ক্যাম্পের দ্বিতীয় দিন কী রকম উইকেটে অনুশীলন করবেন ক্রিকেটাররা, সবকিছু নিজের হাতে ঠিক করছেন মহারাজ। ক্রিকেটারদের সঙ্গে মিশে যাচ্ছেন নিজের দাদার মতো করে।
advertisement
বর্তমান ক্রিকেটারদের সম্বন্ধে যাবতীয় তথ্য নিজের মস্তিষ্কে স্টোর করে রেখে দিয়েছেন। এমন কি, অন্য দলের হয়ে ভাল খেলা ক্রিকেটারদের তথ্য নিজের নখদর্পণে রেখেছেন। একবারের জন্য দেখে মনে হবে না ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। শুধু ব্যাটারদের নিয়েই নয়, বোলারদের নিয়েও আলাদা ক্লাস করছেন সৌরভ। কমলেশ নাগারকোটি, খলিল আহমেদদের হাতে করে দেখিয়ে দিচ্ছেন ঠিক কোন জায়গায় বল ফেলতে হবে। ম্যাচের সময় ঠিক কী মানসিকতায় বল করতে হবে। কোন জায়গায় বল করতে পারলে বিপক্ষ ব্যিটার বিপাকে পড়বেন।
advertisement
বোলাররা একটু ভুল করলেই সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছেন তাঁর কাছে। কাঁধে হাত দিয়ে ঠান্ডা মাথায় ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন কী করতে হবে। একাধিক নেটে ক্রিকেটারদের অ্যাক্টিভিটিতে সব সময় চোখে চোখে রাখছেন সৌরভ। এমন কি, অনুশীলন শেষে ক্রিকেটারদের নিয়ে মাঠে বসেই নিচ্ছেন বিশেষ ক্লাস। নাম ধরে ধরে ক্রিকেটারদের বলে দিচ্ছেন প্রত্যেকের কোথায় কী সমস্যা। আর সমাধানও বাতলে দিচ্ছেন মহারাজ।
advertisement
সৌরভকে দাদার মতো পেয়ে উচ্ছ্বসিত দিল্লির ক্রিকেটাররাও। নিজের ক্রিকেট কেরিয়ারে যেভাবে নিজে তৈরি হতেন, ঠিক যেন একই ভাবে দিল্লির ক্রিকেটারদের আইপিএলের জন্য তৈরি করে ফেলছেন মহারাজ। পন্টিংকে প্রায় সেরা একাদশটাই তুলে দিতে চান সৌরভ। সব মিলিয়ে দিল্লি ক্রিকেটারদের থেকেও যেন সৌরভ আরও বেশি আগ্রাসী আইপিএল ট্রফি জিততে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Mar 15, 2023 8:30 AM IST








