দুবাই: গত বছর সেপ্টেম্বরের একটি ঘটনার কথা ভুলতে পারবে না পাকিস্তান। এশিয়া কাপের ম্যাচে গ্যালারিতে আফগান সমর্থকদের কাছে মার খাওয়ার স্মৃতি দগদগে পাকিস্তান সমর্থকদের। একবছরের মধ্যে এবার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে যাওয়ার চিন্তায় ভীত পাকিস্থান ক্রিকেট বোর্ড।
শারজাহতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে আবার মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও আফগানিস্তান। পিসিবি চেয়ারম্যান আফগানিস্থানের বিরুদ্ধে খেলতে যাওয়াকে তাদের পক্ষে নিরাপদ বলে মনে করছেন না। পাকিস্তান এতটাই ভীত, যে নাজম শেঠী আগাম হুশিয়ারি দিলেন আফগানিস্তানকে। তিনি বললেন, দুবাইয়ে আফগান ক্রিকেট কর্তাদের সঙ্গে কথা বলেছি। ওদের ক্রিকেটারদের ব্যবহার এবং দর্শকদের আচরণ নিয়ে কথা হয়েছে।
প্রশ্ন করেছিলাম, আপনাদের দর্শক এবং ক্রিকেটাররা ভাল ব্যবহার করবে, এর কী নিশ্চয়তা রয়েছে? আমাদের পূর্ব অভিজ্ঞতা একদমই ভাল নয়। জয় বা পরাজয় খেলার অংশ। আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে বলেছি খেলোয়াড়দের সামলে রাখতে। আমাদের জয় এবং পরাজয়ের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তাই আমরা জানি আবেগ কী ভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়।
Najam Sethi "This was not discussed now but was discussed in Dubai with Afghanistan cricket officials about what is the guarantee or who will manage the Afghan players and their crowds as our past experience on this issue has not been that good" #AFGvPAK #Cricket
— Saj Sadiq (@SajSadiqCricket) March 13, 2023
কিন্তু আফগানরা আন্তর্জাতিক ক্রিকেটে নতুন। তাই কর্তাদের উচিত খেলোয়াড়দের সামলে রাখা। ২০২২ এর সেপ্টেম্বর মাসে এশিয়া কাপের ম্যাচে আফগানিস্থানের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। লোমহর্ষক লড়াইয়ের পড়ে শেষ ওভারে ম্যাচ জেতে পাকিস্তান। কিন্তু ম্যাচ জয়ের পর গোটা গ্যালারিতে আফগান সমর্থকদের ব্যঙ্গ করতে থাকে তারা।
সাধারণত ঠান্ডা মাথার আফগান ক্রিকেট দর্শকরা, উত্যক্ত হয়ে পাকিস্তান সমর্থকদের শিক্ষা দিতে বাধ্য হয়েছিল। তাদের মারের ভয়ে এবার শারজাহতে আসতে ভয় পাচ্ছে পাকিস্তান সমর্থকরা। আফগান ক্রিকেট বোর্ড পাকিস্তানকে আশ্বস্ত করেছে, এই ঘটনার পুনরাবৃত্তি না হয় যাতে, তাই সবরকমের ব্যবস্থা নেবে তারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Afghanistan, Pakistan Cricket Team, PCB