Dhoni CSK: গিটার হাতে সুপারহিট ধোনি! চেন্নাই জার্সিতে মাহির নতুন ভিডিও ভাইরাল নেট মাধ্যমে
- Published by:Rohan roychowdhury
Last Updated:
চেন্নাই: যদি ক্রিকেটার না হয়ে মহেন্দ্র সিং ধোনি অন্য কোনও পেশা বেছে নিতেন সেখানেও নিঃসন্দেহে সাফল্য পেতেন। কারণ তিনি যেটাই করেন মন থেকে করেন এবং বুদ্ধি দিয়ে করেন। ভারতীয় সেনার সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল হিসেবে এর আগে গুলি চালিয়েছেন, উঁচু থেকে লাফ মেরেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মুরগি এবং সবজির ব্যবসা করছেন।
এছাড়া একাধিক এনডোর্সমেন্ট করেন। অথর্ব নামের একটি ওয়েব সিরিজ করেছে তার প্রোডাকশন কোম্পানি। চলছে আরও একটি তামিল সিনেমার কাজ। এবার আইপিএল শুরুর আগে চেন্নাই সুপার কিংস জার্সিতে গিটার বাজাতে দেখা গেল ধোনিকে। একটি প্রমোশনাল ভিডিওতে দেখা যাচ্ছে ধোনি রীতিমতো পেশাদার ভঙ্গিতে গিটার বাজাচ্ছেন।
advertisement
advertisement
সঙ্গে রয়েছেন ঋতুরাজ, দীপক চাহার এবং শিবম দুবে। পেছনে মিউজিক চলছে। তবে ধোনিকে দেখে বোঝার উপায় নেই তিনি একবারও ছন্দ মিস করছেন না। কোমর দোলাচ্ছেন রীতিমতো। এমনিতে অনেকেই মনে করছেন এটাই হয়তো মহেন্দ্র সিং ধোনির আইপিএলে শেষ বছর। তিনি চেয়েছিলেন দেশের মাটিতে আইপিএল খেলে অবসর নেবেন। এবছর সেটাই হবে।
MSDhoni playing guitar during ad shoot #CSK #msdhoni pic.twitter.com/TXzreupC9J
— TEAM MS DHONI #Dhoni (@imDhoni_fc) March 16, 2023
advertisement
ভর্তি চিপক স্টেডিয়ামে মানুষের ভালবাসার মধ্যেই হলুদ জার্সিকে বিদায় জানাতে পারেন মাহি। ভারতকে তিনটে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন করা অধিনায়ক আইপিএলের ইতিহাসে চেন্নাইকে চারবার চ্যাম্পিয়ন করেছেন। মুম্বইয়ের পর চেন্নাই আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল।
এবারেও চ্যাম্পিয়ন হওয়ার মতো রসদ রয়েছে তাদের। সিএসকে দলের প্রত্যেক ক্রিকেটার এবার মরিয়া থাকবে চ্যাম্পিয়ন হয়ে কিংবদন্তি ধোনিকে ফেয়ারওয়েল দিতে। তবে মহেন্দ্র সিং ধোনির এই গিটার বাজানোর ভিডিও নেট মাধ্যমে সুপারহিট। কয়েক মুহূর্তে কোটি কোটি লাইক এবং কমেন্টস পড়েছে। এতেই বোঝা যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও মানুষের মন থেকে মুছে যাননি এমএসডি। আসলে ভারতীয় ক্রিকেটে তার জায়গাটা অক্ষয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 12:41 PM IST