হোম /খবর /খেলা /
প্রাণের প্রিয় মোহনবাগান নাকি জামাই সুনীল ছেত্রী? ফাইনালে সুব্রতর বাজি কে?

প্রাণের প্রিয় মোহনবাগান নাকি জামাই সুনীল ছেত্রী? মেগা ফাইনালে সুব্রতর বাজি কে?

বেঙ্গালুরু এবং মোহনবাগানের ফাইনাল দেখতে মুখিয়ে বাবলুদা

বেঙ্গালুরু এবং মোহনবাগানের ফাইনাল দেখতে মুখিয়ে বাবলুদা

  • Share this:

কলকাতা: তিনি ভারতীয় ফুটবল এবং মোহনবাগান ক্লাবের কিংবদন্তি। ফুটবলার এবং কোচ দুটো ভূমিকাতেই অসাধারণ সাফল্য রয়েছে তার। ঘটনাক্রমে সুনীল ছেত্রীর শ্বশুরমশাই সুব্রত ভট্টাচার্য। আইএসএল ফাইনাল ঠিক আর একদিন দূরে। মাঝে একটা দিন। শনিবার গোয়ার মাঠে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি। সুব্রত ভট্টাচার্যের যেন ধর্ম সংকট।

একদিকে জামাই সুনীল ছেত্রীর বেঙ্গালুরু ক্লাব। অন্যদিকে তার প্রিয় মোহনবাগান। প্রশ্ন রাখা হয়েছিল কে জিতবে ফাইনাল। ময়দানের সকলের প্রিয় বাবলুদা মনে করেন ফাইনাল যে কেউ জিততে পারে। বেঙ্গালুরু শক্তিশালী দল। শুধু সুনীল ছেত্রী কেন, জয় কৃষ্ণ, জাভি, সন্দেশ, প্রবীর দাসের মতো মোহনবাগানে খেলে যাওয়া ফুটবলাররা আছেন। তাই কঠিন লড়াই হবে শনিবার।

আরও পড়ুন - অস্ট্রেলিয়াকে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করতে চায় ভারত, গোপন তাস তৈরি হার্দিকের

তবে এটিকে মোহনবাগানের ডিফেন্স বেঙ্গালুরুর থেকে কিছুটা এগিয়ে মনে করেন সুব্রত। প্রীতম, শুভাশিস বসু দুই বাঙালি ছেলে সবুজ মেরুন ডিফেন্স এর নেতৃত্ব দিচ্ছেন। সঙ্গে সার্বিয়ার স্লাভকো নিজেকে প্রমাণ করেছেন ইতিমধ্যে। ব্লকার হিসেবে কার্ল ম্যাক হিউ ধারাবাহিক। সুব্রত ভট্টাচার্য মনে করেন চাপ নেওয়ার ক্ষেত্রে এবং ফাইনাল জেতার অভিজ্ঞতার সুবাদে বেঙ্গালুরুর তুলনায় কিছুটা এগিয়ে মোহনবাগান।

এই ক্লাবে তিনি ১৬ বছর খেলেছেন। প্রচুর রক্ত দিয়েছেন। কোচ হিসেবে ট্রফি দিয়েছেন। এশিয়ার সেরা কোচ হয়েছেন। সুব্রত পরিষ্কার জানিয়ে দিয়েছেন মোহনবাগান জিতলে বেশি খুশি হবেন। কিন্তু লড়াই সমানে সমানে হবে। কেউ কাউকে জায়গা দেবে না। যে দল কম ভুল করবে এবং গোলের সুযোগ কাজে লাগাতে পারবে, ফাইনালে তারাই বাজিমাত করবে।

দিমিত্রিকে পছন্দ হয়েছে সুব্রতর। তার সঙ্গে হুগো দায়িত্ব নিতে পারলে কলকাতায় ট্রফি আসতে পারে মনে করেন বাবলুদা। কিন্তু ৯০ মিনিটের মধ্যে মোহনবাগানকে খেলা শেষ করার পরামর্শ দিচ্ছেন তিনি।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: ATKMB, ISL Final