অস্ট্রেলিয়াকে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করতে চায় ভারত, গোপন তাস তৈরি হার্দিকের

Last Updated:
দুরন্ত সিরিজের অপেক্ষায় ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রেমীরা
দুরন্ত সিরিজের অপেক্ষায় ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রেমীরা
মুম্বই: এবছর জোড়া সাফল্যের হাতছানি রয়েছে রোহিতদের সামনে। জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। খেলাটি হবে লন্ডনের ওভালে। এরপর বছরের শেষদিকে ঘরের মাঠে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। সমান্তরালভাবে দুটো মেগা ইভেন্টকে পাখির চোখ করে এগতে চাইছেন কোচ রাহুল দ্রাবিড়। বিশ্বকাপের নীল নকশা তৈরির কাজে তিনি খুবই ব্যস্ত।
সবার আগে চূড়ান্ত স্কোয়াড বেছে নেওয়াই হবে তাঁর বড় চ্যালেঞ্জ। কোন কোন ক্রিকেটার বিশ্বকাপ দলে জায়গা পেতে পারেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিশ্বকাপ যেহেতু দেশের মাটিতে, তাই স্পিনারদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে, দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল জুটি। অন্যদিকে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল।
advertisement
আরও পড়ুন - মেসি আর রোনাল্ডোর বান্ধবীর মধ্যে কে বেশি হট? রইল ছবি, বিচার আপনার
শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছিঁড়বে তা বলবে সময়। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে কুলীদপ ও চাহালের উপর শ্যেন দৃষ্টি থাকবে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের। দু’জনই রয়েছেন চাপে। সেরা পারফরম্যান্স মেলে ধরার চ্যালেঞ্জটা সহজ হবে না। অস্ট্রেলিয়ার ওয়ান ডে দল বেশ শক্তিশালী। ভারতীয় বোলাররা অবশ্যই পরীক্ষার সম্মুখীন হবেন।
advertisement
advertisement
চোট সারিয়ে ফিরেছেন ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল। তবে কুল-চা জুটি যদি অতীতের গৌরব ফিরে পান, তাহলে স্মিথ বাহিনীর কপালে দুঃখ রয়েছে। কারণ, কুলদীপ ও চাহালের স্পিনে রয়েছে যথেষ্ট ভারসাম্য। গুগলি, লেগ ব্রেক, ফ্লিপারের মতো অস্ত্র ব্যবহারে দারুণ দক্ষ তাঁরা। ক্যাঙারু বাহিনীর বিরুদ্ধে সেটা কতটা কার্যকরী হয়, সেটাই এখন দেখার।
advertisement
ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ান ডে শুক্রবার মুম্বইয়ে। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করে দিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচে খেলবেন না রোহিত শর্মা। তাই নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। ভারত চেষ্টা করবে এই একদিনের সিরিজ ৩-০ জিতে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার। তার জন্য নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে টিম ইন্ডিয়াকে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অস্ট্রেলিয়াকে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করতে চায় ভারত, গোপন তাস তৈরি হার্দিকের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement