Diogo Jota: মাত্র ২৮ বছরে জীবন শেষ! রোনাল্ডোর সতীর্থের আচমকা মৃত্যু, ১১ দিন আগে বিয়ে হয়েছিল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Diogo Jota- গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল লিভারপুলের ফরোয়ার্ড দিয়েগো জোটার (২৮)। এদিন স্পেনের জামোরায় দুর্ঘটনাটি ঘটেছে। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জোটার ভাই আন্দ্রে সিলভারও (২৬)।
নয়াদিল্লি: মাত্র ২৮ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তারকা ফুটবলার। ১১ দিন আগে বিয়ে হয়েছিল তাঁর।
গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল লিভারপুলের ফরোয়ার্ড দিয়েগো জোটার (২৮)। এদিন স্পেনের জামোরায় দুর্ঘটনাটি ঘটেছে। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জোটার ভাই আন্দ্রে সিলভারও (২৬)।
২০২০ সালে উলভস থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোটা। আর তাঁর ভাই সিলভা খেলতেন পর্তুগিজ লিগের দ্বিতীয় ডিভিশনের একটি ক্লাবে। এদিন স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় জোটা ও তাঁর ভাইয়ের। জানা গিয়েছে, জোটার গাড়ি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় টায়ার ফেটে যায়। আর ঠিক তার পরই তাঁদের গাড়িতে আগুন ধরে যায়।
advertisement
advertisement
গত মরশুমে লিভারপুল প্রিমিয়ার লিগ শিরোপা জেতে। সেই জয়ে জোটার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এছাড়াও নেশনস লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে পর্তুগাল খেতাব জেতে। সেই দলের সদস্যও ছিলেন তিনি।
আরও পড়ুন- দাদার প্রিয় মুহূর্ত…এজবাস্টনে ভারত-ইংল্যান্ড টেস্ট দেখতে হাজির সস্ত্রীক সৌরভ
লিভারপুলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দিয়োগো জোটার পরিবার এবং বন্ধুদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ পর্তুগালের ফুটবল সংস্থার প্রধান পেদ্রো প্রোয়েনসাও। এক বিবৃতিতে লিখেছেন, “পর্তুগালের ফুটবল সংস্থা এবং পর্তুগাল ফুটবলের সঙ্গে যুক্ত সকলে এমন মর্মান্তিক খবরে বিধ্বস্ত। জাতীয় দলের হয়ে ৫০-টির কাছাকাছি ম্যাচ খেলেছিল ও। মানুষ হিসাবে অসাধারণ ছিল জোটা।” জানা গিয়েছে, গত মাসেই জোটা তাঁর দীর্ঘদিনের সঙ্গী রুট কার্ডোসোকে বিয়ে করেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেন। তবে তাঁদের দাম্পত্য হল ক্ষণস্থায়ী।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 4:07 PM IST