Sourav Ganguly: দাদার প্রিয় মুহূর্ত...এজবাস্টনে ভারত-ইংল্যান্ড টেস্ট দেখতে হাজির সস্ত্রীক সৌরভ, ফের একবার কমেন্ট্রি বক্সে মহারাজের দাদাগিরি 

Last Updated:

Sourav Ganguly in Birmingham Test: বুধবারের মতো ম্যাচের দ্বিতীয় দিন বৃহস্পতিবারও মাঠে উপস্থিত থাকবেন সৌরভ। তবে ৮ ই জুলাই নিজের জন্মদিনের আগেই কলকাতায় ফিরছেন মহারাজ। ‌নিজের শহরেই ৫৩ তম জন্মদিন পালন করতে চান সৌরভ। 

এজবাস্টনে ভারত-ইংল্যান্ড টেস্ট দেখতে হাজির সস্ত্রীক সৌরভ
এজবাস্টনে ভারত-ইংল্যান্ড টেস্ট দেখতে হাজির সস্ত্রীক সৌরভ
ঈরণ রায় বর্মন, কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ইংল্যান্ড মানেই নস্টালজিয়া। ১৯৯৬ সালের ঐতিহাসিক টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা থেকে শুরু করে ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে খালি গায়ে জার্সি ওড়ানোর মুহূর্ত। সব যেন আজও টাটকা। ক্রিকেট ছাড়ার দেড় যুগ পরেও সৌরভের স্মৃতি জুড়ে অনেকটাই ইংল্যান্ড। পছন্দের দেশে নিজের ফ্ল্যাট বাড়িও কিনেছেন মহারাজ। বছরের বিভিন্ন সময় সুযোগ পেলেই চলে যান ইংল্যান্ডে। মেয়ে সানাও ইংল্যান্ডে পড়াশোনা শেষ করে কর্মরত রয়েছেন। তাই সুযোগ পেলেই ইংল্যান্ডে পৌঁছে যান প্রাক্তন ভারত অধিনায়ক। আর সৌরভের ইংল্যান্ড সফরের সময় যদি টেস্ট ম্যাচ হয় সেদেশের কোনও মাঠে, তাহলে তো কথাই নেই। একদিনের জন্য হলেও সৌরভ পৌঁছে যাবেন মাঠে। খেলা না থাকলেও সৌরভ ইংল্যান্ডে গেলে মাঝেমধ্যেই মাঠমুখী হন। বিভিন্ন সময়ই দেখা গেছে বন্ধু কিংবা পরিবারের সদস্যদের নিয়ে লর্ডসের সফরে পৌঁছে গেছেন দাদা।
advertisement
এছাড়া বিভিন্ন সময় আইসিসির বৈঠকেও ইংল্যান্ডে উপস্থিত থাকতে হয়। তো সব মিলিয়ে ইংল্যান্ড সৌরভের অন্যতম প্রিয় শহর। এবারও তাই জন্মদিনের আগে এক সপ্তাহ শহরে ইংল্যান্ডে মহারাজ। আর ইংল্যান্ডে রয়েছেন সৌরভ আর ভারতের টেস্ট ম্যাচ চলছে, তা দেখতে যাবেন না তা হয় নাকি। জুলাই মাসের শুরুতেই বিলেতে পৌঁছে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখতে মাঠে হাজির হয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এজবাস্টনে ম্যাচের প্রথম দিনেই সৌরভ উপভোগ করলেন তরুণ টিম ইন্ডিয়ার খেলা।‌ তবে তিনি একা নন, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে গিয়েছিলেন খেলা দেখতে। দাদার সঙ্গে ছিলেন কয়েকজন বন্ধুও।
advertisement
ছুটির মেজাজে গিলের ভারতের ব্যাটিং উপভোগ করলেন দাদা। আর তার সঙ্গে চলল দেদার ক্রিকেটীয় আড্ডা। বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি ও সহ-সভাপতি রাজীব শুক্লার সঙ্গে লাঞ্চ টেবিলে দেখা গেল সৌরভকে। তবে সৌরভ শুধু খেলা দেখলেন তাই না টেস্ট ম্যাচের প্রথম দিন চা পানের বিরতির সময় সম্প্রচারকারী চ্যানেলের স্টুডিওতেও হাজির হলেন দাদা। সেখানেই ভারতীয় ক্রিকেট নিয়ে একাধিক প্রশ্নে নিজের মতামত জানালেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভের কাছে সঞ্চালক হর্ষ ভোগলে প্রশ্ন করেন, এক সময় অধিনায়ক হিসেবে সৌরভ ইংল্যান্ডে খেলেছেন। ‌
advertisement
বর্তমানে গিল অধিনায়ক হিসেবে খেলছে। কতটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে? প্রশ্নের উত্তরে সৌরভ জানান, আমি যখন ইংল্যান্ডে খেলতে এসেছিলাম অধিনায়ক হিসেবে তখন অনেকটাই পরিণত ছিলাম । কারণ ততদিনে দু-তিন বছর অধিনায়কত্ব করে ফেলেছি। শুভমানের ক্ষেত্রে এটাই অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ ৷ তাই দু’জনের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বুধবারের মতো ম্যাচের দ্বিতীয় দিন বৃহস্পতিবারও মাঠে উপস্থিত থাকবেন সৌরভ। তবে ৮ জুলাই নিজের জন্মদিনের আগেই কলকাতায় ফিরছেন মহারাজ। ‌নিজের শহরেই ৫৩ তম জন্মদিন পালন করতে চান সৌরভ।
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: দাদার প্রিয় মুহূর্ত...এজবাস্টনে ভারত-ইংল্যান্ড টেস্ট দেখতে হাজির সস্ত্রীক সৌরভ, ফের একবার কমেন্ট্রি বক্সে মহারাজের দাদাগিরি 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement