Kasba Law College Case: ‘জেঠু’ ডাকে আপত্তি নেই অশোক দেবের, তাঁর সঙ্গে মনোজিতের ‘গভীর সম্পর্ক’ প্রসঙ্গে কী বললেন তিনি?

Last Updated:

‘জেঠু’ ডাকে আপত্তি নেই অশোক দেবের। সকাল থেকেই একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা-শোনা যাচ্ছে কসবা ল’ কলেজের একটি অনুষ্ঠানে বিধায়ক তথা পরিচালন সমিতির সভাপতি অশোক দেবকে জেঠু বলে সম্বোধন করছেন মনোজিৎ।

‘জেঠু’ ডাকে আপত্তি নেই অশোক দেবের
‘জেঠু’ ডাকে আপত্তি নেই অশোক দেবের
কলকাতা: ‘জেঠু’ ডাকে আপত্তি নেই অশোক দেবের। সকাল থেকেই একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা-শোনা যাচ্ছে কসবা ল’ কলেজের একটি অনুষ্ঠানে বিধায়ক তথা পরিচালন সমিতির সভাপতি অশোক দেবকে জেঠু বলে সম্বোধন করছেন মনোজিৎ। আর এই জেঠু ডাক নিয়েই বিরোধীরা অভিযোগ করছেন অশোক দেবের সঙ্গে মনোজিতের গভীর সম্পর্ক। আর সেই সম্পর্কের কারণেই কলেজে চাকরি পেয়েছে মনোজিৎ।
এদিন সেই সংক্রান্ত বিষয়ে অশোক দেব বলেন, ‘‘জেঠু বলবে না তো কি বলবে আমাকে? আপনারা আমাকে কী বলে ডাকেন? আমার নাম ধরে ডাকবে নাকি? আমি বাবারও দাদা, ছেলেরও দাদা, আমি অভিভাবকের দাদা। আমি সবার দাদা। আমি জনপ্রতিনিধি।’’ এদিন অশোক দেব পরিষ্কার করে দিয়েছেন তিনি মনোজিতের চাকরি করে দেননি ৷
advertisement
advertisement
উল্লেখ্য, সাউথ ক্যালকাটা ল’ কলেজের গভর্নিং বডির সভাপতি এই অশোক দেব। এই নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল আগেও অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘‘তৃণমূলের বিধায়ক অশোক দেববাবু কি জানতেন না? এই অভিযুক্তকে পিছনের দরজা দিয়ে ঢুকিয়েছেন। এরকম আরও তিনটি ছেলেকে আপনি ঢুকিয়েছেন, আমাদের কাছে তথ্য প্রমাণও রয়েছে।’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba Law College Case: ‘জেঠু’ ডাকে আপত্তি নেই অশোক দেবের, তাঁর সঙ্গে মনোজিতের ‘গভীর সম্পর্ক’ প্রসঙ্গে কী বললেন তিনি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement