Lata Mangeshkar Demises: লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট দল, ১০০০তম ম্যাচে শ্রদ্ধাজ্ঞাপন সুর সম্রাজ্ঞীকে

Last Updated:

লতা মঙ্গেশকরের প্রয়াণে (Lata Mageshkar Death) ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) ১০০০ তম ম্যাচের (1000 ODI) আগে শ্রদ্ধাজ্ঞাপন করে নিলেন৷ পুরো ম্যাচে ভারতীয় ক্রিকেট দল কালো আর্মব্যান্ড পরে খেলবেন৷

Lata Mangeshkar Demises: Indian Cricket Team pays tribute to Lata Mangeshkar during their 1000 ODI- Photo Courtesy- BCCI/Twitter
Lata Mangeshkar Demises: Indian Cricket Team pays tribute to Lata Mangeshkar during their 1000 ODI- Photo Courtesy- BCCI/Twitter
#আহমেদাবাদ: ভারত বনাম ওয়েস্টইন্জিজ (Ind vs WI) ম্যাচ ঘিরে আগে থেকে ছিল উন্মাদনা ছিল৷ কিন্তু সে উন্মাদনা ছিল আনন্দের৷ কিন্তু হঠাৎই  রবিবার সকালে এল চরম দুঃখের খবর৷ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকের ছায়া নেমে আসে৷ আর লতা মঙ্গেশকরের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের সম্পর্কও খুবই গভীর৷ চিরকালই ক্রিকেট খুব হৃদয়ের কাছে লতাজী-র৷ ভারতীয় ক্রিকেটের ম্যাচ থাকলে কখনই মিস করতেন না তিনি৷  কপিল -গাভাসকরের জমানা থেকে সচিন -ধোনি হয়ে বিরাট-রোহিত সকলের সঙ্গেই সম্পর্ক গভীর ছিল লতা মঙ্গেশকরের (Lata Mageshkar Death)৷
তাই লতা মঙ্গেশকরের প্রয়াণে (Lata Mageshkar Death) ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI)  ১০০০ তম ম্যাচের (1000 ODI) আগে শ্রদ্ধাজ্ঞাপন করে নিলেন৷ পুরো ম্যাচে ভারতীয় ক্রিকেট দল কালো আর্মব্যান্ড পরে খেলবেন৷
advertisement
advertisement
এদিকে এদিন ভারত রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচ৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) ম্যাচ ভারতের ১০০০ তম একদিনের ম্যাচ (1000 ODI)৷ এই ম্যাচে টসে জেতেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)৷ টসে জিতে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন৷
advertisement
দেখে নিন ভারত নিজের ১০০০তম একদিনের (1000 ODI) ম্যাচে কাদের নিয়ে প্রথম একাদশ সাজাল৷
advertisement
ভারত রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচ৷ তবে ৬ ফেব্রুয়ারির এই ম্যাচ ভারত তথা ক্রিকেট ইতিহাসের মাইলস্টোন ম্যাচ কারণ ভারত (Indian Cricket Team ) নিজেদের ১০০০তম একদিনের (1000 ODI) ম্যাচ খেলবে ,যা একদিনের ক্রিকেট ইতিহাসে কোনও দলেরই প্রথম নজির৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) ম্যাচে এই নজির হবে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Lata Mangeshkar Demises: লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট দল, ১০০০তম ম্যাচে শ্রদ্ধাজ্ঞাপন সুর সম্রাজ্ঞীকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement