Lakshya Sen : জার্সি খুলে সেলিব্রেশন কেন? রহস্য ফাঁস করলেন সোনার ছেলে লক্ষ্য সেন

Last Updated:

Lakshya Sen shirtless celebration was momentary emotion reveals young shuttler. জার্সি খুলে সেলিব্রেশন কেন? রহস্য ফাঁস করলেন সোনার ছেলে লক্ষ্য সেন

জার্সি খুলে সেলিব্রেশনের কারণ জানালেন লক্ষ্য সেন
জার্সি খুলে সেলিব্রেশনের কারণ জানালেন লক্ষ্য সেন
#লন্ডন: বয়স মাত্র কুড়ি বছর। জীবনের প্রথম কমনওয়েলথ গেমস। নেমেই স্বর্ণপদক জয়। লক্ষ্য সেনের লক্ষ্যভেদ ইংল্যান্ডের মাটিতে। এভাবেই ব্যাখ্যা করা যেতে পারে, তরুণ ভারতীয় ব্যাডমিন্টন তারকার দুরন্ত পারফরম্যান্সকে। আলমোড়ার এই ছেলের ভবিষ্যৎ নিয়ে আগেই উচ্ছ্বসিত ছিলেন প্রকাশ পাড়ুকোন।
আরও পড়ুন - Arshad Nadeem : বন্ধু নীরজকে খুব মিস করছি, কমনওয়েলথে সোনা জিতে বললেন পাকিস্তানের নাদিম
নিজের একাডেমিতে লক্ষ্যকে মাত্র ১০ বছর বয়স থেকে অনুশীলন করিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন বিমল কুমার। ভারতীয় ক্রিকেট দলের তারকারাও মুগ্ধ লক্ষ্য সেনের দুর্দান্ত লড়াইয়ে। বিশেষ করে প্রথম সেট হেরে গিয়ে পরের দুটো সেটে কার্যত যেভাবে ঘুরে দাঁড়িয়ে মালয়েশিয়ার ইয়ংকে উড়িয়ে দিয়েছেন তিনি, তাতে স্পষ্ট তিনি তারকা নন, ভবিষ্যতের মহতারকা।
advertisement
advertisement
প্রকাশ পাড়ুকোন ছাড়াও গোপিচাঁদ মনে করেন নিজের মনের জোর এবং আত্মবিশ্বাস লক্ষ্য সেনের মধ্যে এতটাই বেশি যে একটা মুহূর্তের জন্য ম্যাচে ভয় পায় না। তাছাড়া ফিটনেস এবং দমের ব্যাপারে এই মুহূর্তে ভারত শুধু নয়, বিশ্বের সবচেয়ে ফিট ব্যাডমিন্টন তারকা লক্ষ্য।
advertisement
উত্তরাখণ্ডের পাহাড়ে বেড়ে ওঠার কারণে ছোটবেলা থেকেই হাই অলটিটিউড ট্রেনিং হয়েছে তার। ফলে মজবুত কোমর এবং অসম্ভব পায়ের জোর তার অন্যতম সম্পদ। ভারতের ক্রীড়া মন্ত্রী থেকে রাষ্ট্রপতি, ফুটবলার থেকে ক্রিকেটার সবাই সালাম জানাচ্ছেন এই তরুণ তুর্কিকে।
লক্ষ্য সেন যেভাবে সেলিব্রেট করেছিলেন ম্যাচের পর জার্সি খুলে তাতে তিনি সংবাদের শিরোনামে। অনেকেই তাকে প্রশ্ন করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেলিব্রেশন দেখে তিনি মোটিভেটেড হয়েছিলেন কিনা?
advertisement
লক্ষ্য অবশ্য জানিয়েছেন এই সেলিব্রেশন মুহূর্তের আবেগের বহিঃপ্রকাশ ছিল। তখন মাথায় কিছু ছিল না। সৌরভের সেলিব্রেশন তিনি দেখেননি। পাশাপাশি এই সোনা তাকে আরো অক্সিজেন দেবে দু'বছর পর প্যারিস অলিম্পিকে ভাল করার জন্য, জানিয়েছেন লক্ষ্য।
বাংলা খবর/ খবর/খেলা/
Lakshya Sen : জার্সি খুলে সেলিব্রেশন কেন? রহস্য ফাঁস করলেন সোনার ছেলে লক্ষ্য সেন
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement