Lakshya Sen Asia Team Championship : মালয়েশিয়ায় ভারতীয় ব্যাডমিন্টনের নেতৃত্বে নতুন তারকা লক্ষ্য সেন,মালবিকা

Last Updated:

Lakshya Sen proud to lead Indian mens badminton team at Asia Team Championship. মালয়েশিয়ায় ভারতীয় ব্যাডমিন্টনের নেতৃত্বে নতুন তারকা লক্ষ্য সেন এবং মালবিকা

#নয়াদিল্লি: ভারতীয় ব্যাডমিন্টনের নতুন তারকা লক্ষ্য সেন কয়েকদিন আগেই বিশ্বের সেরা তারকা সিঙ্গাপুরের লো কিন ইউকে হারিয়েছিলেন। জীবনের প্রথম ইন্ডিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছিলেন তিনি। কিংবদন্তি প্রকাশ পাদুকোন, গোপিচাঁদও এই কৃতিত্ব অর্জন করতে পারেনি। স্বাভাবিকভাবেই তাকে নতুন সম্মান দেওয়া হল। এশিয়া টিম ব্যাডমিন্টনে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ইন্ডিয়া ওপেনে চ্যাম্পিয়ন লক্ষ্য সেন। মেয়েদের দলের সেরা আকর্ষণ মালবিকা বনসোদ।
জাতীয় ব্যাডমিন্টন সংস্থা সেই খবর জানিয়েছে। ১৫-২০ ফেব্রিয়ারি মালয়েশিয়ার শাহ আলমে শুরু হবে এই প্রতিযোগিতা। সেই মঞ্চে নতুন তারকাদের নিয়েই ভারত অভিযান শুরু করবে। জাতীয় সংস্থা জানিয়েছে, চেন্নাই এবং হায়দরাবাদে সাম্প্রতিক প্রতিযোগিতার পারফরম্যান্সের নিরিখে এই দল নির্বাচন করা হবে। সংস্থার সচিব অজয় সিংহানিয়া বলেছেন, ঘরোয়া প্রতিযোগিতায় খেলোয়াড়দের সার্বিক পারফরম্যান্স পর্যালোচনা করেই এই দল তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
সাম্প্রতিক সময়ে করোনা এবং চোটের জন্য অনেক অভিজ্ঞ খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। আমরা তাই নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেছেন, এতে ভারতীয় ব্যাডমিন্টন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেই ছবিও স্পষ্ট হয়ে যাবে। শেষবার ম্যানিলায় আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতের পুরুষ দল ব্রোঞ্জ জিতেছিল। করোনা অতিমারির কারণে মেয়েদের দল সেই প্রতিযোগিতায় অংশ নেয়নি।
advertisement
এবারের পুরুষ দল খাতায়-কলমে অনেক বেশি শক্তিশালী। এই প্রতিযোগিতায় লক্ষ্য ছাড়াও সকলের নজর থাকবে ডাবলসে নতুন জুটি, কেরলের পিএস রবি কৃষ্ণ এবং উদয়কুমার শঙ্করপ্রসাদের উপরে। ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে এই জুটি নজর কেড়েছিল সকলের। মেয়েদের ডাবলসে সাফল্যের সম্ভাবনা রয়েছে সিমরন সিংহ-খুশি গুপ্ত এবং আরতি সারা সুনীল-রিজ়া মাহরিন জুটির উপরে।
advertisement
লক্ষ্য সেন জানিয়েছেন এশিয়া টিম ব্যাডমিন্টন নেতৃত্ব দিতে পেরে তিনি সম্মানিত। দেশের নেতৃত্ব গর্বের ব্যাপার। যে খ্যাতি অর্জন করেছেন, সেখানেই থেমে থাকতে চান না। নিজেকে আরও ধারাবাহিক করে তোলা তার একমাত্র লক্ষ্য। ভারতীয় দলের বাকি প্রতিযোগীদের প্রতিভা নিয়ে উচ্ছ্বসিত লক্ষ্য সেন। মালয়েশিয়া থেকে দেশকে গর্বিত করে ফেরার চ্যালেঞ্জ নিচ্ছেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Lakshya Sen Asia Team Championship : মালয়েশিয়ায় ভারতীয় ব্যাডমিন্টনের নেতৃত্বে নতুন তারকা লক্ষ্য সেন,মালবিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement