Ind vs WI: গেম ফিনিশার শাহরুখ খানকে অবজ্ঞা করা গেল না, এবার জুড়লেন দলের সঙ্গে

Last Updated:

Ind vs WI: তামিলনাড়ুর প্লেয়ার শাহরুখ খান (Shahrukh Khan) এবং স্পিনার সাই কিশোর স্ট্যান্ডবাই ক্রিকেটার রয়েছেন৷

ShahRukh Khan- (Shahrukh Khan instagram)
ShahRukh Khan- (Shahrukh Khan instagram)
#কলকাতা: ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (India vs West Indies) একদিনের ক্রিকেট সিরিজ শুরু হবে৷ ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট৷ ৩ টি ওয়ানডে এবং ৩ টি টোয়েন্টি হবে৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচের জন্য দলের ঘোষণা আগেই হয়ে গেছে৷ করোনা ভাইরাসের কারণে দলের সঙ্গে অতিরিক্ত ২ জন দলের ক্রিকেটারদের তালিকার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে৷ তামিলনাড়ুর প্লেয়ার শাহরুখ খান (Shahrukh Khan) এবং স্পিনার সাই কিশোর স্ট্যান্ডবাই ক্রিকেটার রয়েছেন৷ এই দুই ক্রিকেটার এই মুহূর্তে দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার৷ ফিনিশারের ভূমিকায় কার্যকর শাহরুখ খান (Shahrukh Khan) প্রথমেই সিলেক্টরদের নজরে ছিলেন৷  কিন্তু তাঁর জায়গায় দীপক হুডাকে আগে জায়গা দেওয়া হয়েছে৷
টাইমস অফ ইন্ডিয়া-র এক রিপোর্ট অনুযায়ি বিসিসিআই এখন শাহরুখ (Shahrukh Khan) এবং সাই কিশোর স্ট্যান্ডবাই প্লেয়ারের ভূমিকায় শামিল হয়েছেন৷ রিপোর্ট অনুযায়ি বিসিসিআই দেশে করোনা ভাইরাসর তৃতীয় ঢেউ চলছে৷ তাই এই দুই ক্রিকেটারকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে৷ বোর্ড সূত্র জানিয়েছে তারা কোনও ঝুঁকি নিতে চায় না৷ এছাড়া সাই কিশোর নেটে ভালো বোলিং করেছেন৷
advertisement
advertisement
তামিলনাড়ুর রনজি ট্রফির (Ranji Trophy) জন্য নতুন ক্রিকেটারকে বাছতে হবে৷ খান, কিশোরর আগেই ওয়াশিংটন সুন্দর টিম ইন্ডিয়ার অংশ হয়ে রয়েছেন৷ তাঁকে ১৮ সদস্যের দলে রাখা হয়েছে৷ রণজি ট্রফি ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা ভাইরাস (Coronavirus) তৃতীয় ঢেউয়ের সামনে দিশেহারা হয়ে যায়৷ ফলে ওমিক্রনের বাড়বাড়ন্তের কারণে দুই পর্বে হবে করোনা ভাইরাস৷ লিগের পর আলাদাভাবে হবে দ্বিতীয় পর্ব৷ এবারের লিগ পর্বে ৩৮ দল অংশ নেবে৷
advertisement
ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) ওয়ান ডে সিরিজের ফিক্সচার (Fixture)
৬ ফেব্রুয়ারি - প্রথম ওয়ানডে, আহমেদাবাদ
৯ ফেব্রুয়ারি- দ্বিতীয় ওয়ানডে, আহমেদাবাদ
১১ ফেব্রুয়ারি -তৃতীয় ওয়ানডে, আহমেদাবাদ
advertisement
ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দল - রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, রতুরাজ গায়কোয়াড়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান
ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) টি টোয়েন্টি (T20) সিরিজ ক্রীড়াসূচি  (Ind vs WI fixture)
advertisement
১৬ ফেব্রুয়ারি - প্রথম টি টোয়েন্টি , কলকাতা
১৮ ফেব্রুয়ারি- দ্বিতীয় টি টোয়ন্টি, কলকাতা
২০ ফেব্রুয়ারি- তৃতীয় টি টোয়েন্টি, কলকাতা
ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়া- রোহিত শর্মা, কেএল রাহুল, ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, অকসর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs WI: গেম ফিনিশার শাহরুখ খানকে অবজ্ঞা করা গেল না, এবার জুড়লেন দলের সঙ্গে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement