Srikkanth reaction on 83 movie: ৮৩ -র ট্রেলার দেখে অভিভূত কপিলের বিশ্বকাপ দলের ওপেনার শ্রীকান্ত

Last Updated:

Krishnamachari Srikkanth excited to witness Ranveer Singh 83 movie trailer. ছবির ট্রেলারের বিভিন্ন অংশ দেখে তার গায়ে কাটা দিয়েছে বললেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। কবির খান পরিচালিত ছবি ৮৩, কপিল দেবের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের ঘটনার উপর অবলম্বন করে তৈরি হয়েছে।

রণবীরের ৮৩ ট্রেলর নস্টালজিক করেছে শ্রীকান্তকে
রণবীরের ৮৩ ট্রেলর নস্টালজিক করেছে শ্রীকান্তকে
শ্রীকান্ত ১৯৮৩ সালে কপিল দেবের ( Kapil Dev) বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সতীর্থ ছিলেন। ওপেনার ছিলেন। লর্ডসে সর্বোচ্চ (৩৮) স্কোর ছিল তার। এই ছবির ট্রেলারের বিভিন্ন অংশ দেখে তার গায়ে কাটা দিয়েছে বললেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। অনেক দিনের অপেক্ষিত কবির খান পরিচালিত ছবি ৮৩, কপিল দেবের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের ঘটনার উপর অবলম্বন করে (1983 cricket world cup) তৈরি হয়েছে।
advertisement
advertisement
ছবির মূল চরিত্র অর্থাৎ কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং (Ranveer Singh)। দীপিকা পাডুকোন ( Deepika Padukone), বোমান ইরানি, পঙ্কজ ত্রিপাঠীর মত নামকরা তারকারা আছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে। আজই অনলাইনে মুক্তি পেল ৮৩ এর ট্রেলার। এছাড়াও সাহিল খট্টর, নিশান্ত দাহিয়া, তাহির রাজ ভাসিন, জিবা, শাকিব সালিম, হার্ডি সন্ধুর মত জনপ্রিয় অভিনেতারা আছেন এই ছবিতে। আগামী ২৪ শে ডিসেম্বর,২০২১ এ মুক্তি পাওয়ার কথা কবির সিংয়ের এই ছবির যা ১৯৮৩ এর বিশ্বকাপ জয়ের উপর ভিত্তি করে তৈরি।
advertisement
যেভাবে আন্ডারডগ ভারতীয় দল কপিল দেবের নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতে নিয়েছিল সেটিই তার ছবির মূল বক্তব্য। সেই বিশ্বকাপ দলেরই একজন সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত ট্রেলার দেখে অত্যন্ত আনন্দিত। ট্রেলার দেখে শেষ করার পর, কোন প্রতিক্রিয়া দেওয়ার ভাষা তিনি খুঁজে পাচ্ছিলেন না এবং পুরনো স্মৃতিগুলো ফিরে আসায় তার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, জানালেন তিনি। তার কথায়,তার ভাইও তখন তাকে ফোন করেন এবং অভিনন্দন জানিয়ে বলেন একই রকম অনুভূতি তারও হয়েছিল।
advertisement
শ্রীকান্ত মনে করছেন এই ছবিটি অসাধারণ হবে। ভারতীয় ক্রীড়া ইতিহাস এর সবথেকে বড় মুহূর্তটাকে তিনি বড় পর্দায় দেখবেন বলেন উচ্ছ্বসিত এবং উদগ্রীব হয়ে আছেন। দক্ষিণী অভিনেতা জিবা এই ছবিতে কৃষ্ণমাচারি শ্রীকান্ত-য়ের চরিত্রটি অভিনয় করেছেন। শ্রীকান্তকে তার নিজের চরিত্রে অন্য কাউকে অভিনয় করতে দেখে কিরকম অনুভূতি হল জিজ্ঞেস করায় তিনি বললেন, এই ব্যাপারে কথা বলার বিষয় অধিকার নেই কিন্তু জিবাকে তার অসাধারণ লেগেছে।
advertisement
রণবীর সিং এর প্রশংসা করলেন এবং বাকিরাও খুব অসাধারণ কাজ করেছে বললেন তিনি। হিন্দি, তামিল, তেলেগু, কান্নাড় এবং মালায়লাম ভাষায় ৮৩ ছবিটি মুক্তি পাবে। কমল হাসানের রাজকুমার ইন্টারন্যাশনাল ফিল্মস, নাগারজুনার অন্নপূর্ণা স্টুডিও রিলায়েন্স এর সাথে হাত মিলিয়ে এই ছবিটি তামিল এবং তেলেগু ভাষায় প্রকাশিত করবে। শ্রীকান্ত অনুরোধ করেছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীদের ছবিটি দেখার জন্য।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Srikkanth reaction on 83 movie: ৮৩ -র ট্রেলার দেখে অভিভূত কপিলের বিশ্বকাপ দলের ওপেনার শ্রীকান্ত
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement