#গোয়া: ইস্টবেঙ্গল সমর্থকরা নিজেদের প্রিয় দলের কাছ থেকে ভাল কিছু প্রত্যাশা করার অভ্যাস ছেড়ে দিয়েছেন। মাঠ এবং মাঠের বাইরে হাজারো সমস্যা শতাব্দীপ্রাচীন ক্লাবে। প্রতিবছর আইএসএল শুরুর আগে আশা থাকে ভাল করার। কিন্তু শুরু হলেই বিমর্ষ হয়ে যেতে হয়। সেই ধারা সমানে চলেছে। ফাউলার থেকে ম্যানুয়াল ডিয়াজ ( Manolo Diaz)। কোচ বদলেছে। কিছু ফুটবলার বদলেছে। কিন্তু ইস্টবেঙ্গলের পারফরম্যান্স বদল হয়নি।
গত ২৭ ফেব্রুয়ারি সমর্থকদের একরাশ লজ্জা উপহার দিয়েছিলেন এসসি ইস্টবেঙ্গল ফুটবলাররা। সেদিন ওড়িশা এফসি’র কাছে ৫-৬ গোলে হেরেছিল রবি ফাউলারের দল। ১০ মাস পর মঙ্গলবার সেই দলের সামনে এসসি ইস্টবেঙ্গল। চলতি মরশুমে দু’টি দলেরই খোলনলচে বদল হয়েছে। এখন লাল-হলুদের কোচের দায়িত্বে ম্যানুয়েল ডিয়াজ। বিদেশিরা সবাই নতুন। পাশাপাশি ওড়িশা এফসি’কে ( SC East Bengal vs Odisha FC) প্রশিক্ষণ দিচ্ছেন স্প্যানিশ কোচ কিকো রামিরেজ।
এবার দলটিকে অনেক সুসংহত মনে হচ্ছে। আইএসএলে অন্যতম ফেভারিট বেঙ্গালুরু এফসি’কে হারিয়ে চমক দিয়েছে তারা। এটিকে মোহন বাগান থেকে ওড়িশায় গিয়েছেন জাভি হার্নান্ডেজকে (Javi Hernandez)। কোচ কিকোর (Kiko Ramirez) পরামর্শে তিনি আপফ্রন্টে ব্রাজিলিয়ান জোনাথনের সঙ্গী। গত মরশুমের ভঙ্গুর রক্ষণ মেরামত করতে হেক্টর রোডসের সঙ্গে ভিক্টর মনগিলকে সই করিয়েছে ওড়িশা এফসি। দু’জনেই স্প্যানিশ।
প্রতিপক্ষ দলের শক্তিকে সমীহ করছেন ইস্ট বেঙ্গল কোচ ম্যানুয়েল ডিয়াজ। ম্যাচের আগের দিন তিনি জানিয়েছেন,ডার্বি ( Kolkata Derby) এখন আমাদের কাছে অতীত। ছেলেদের সেটাই বলেছি। বিএফসি’র বিরুদ্ধে ওড়িশার খেলা দেখেছি। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। এটিকে মোহনবাগানের ( ATK Mohun Bagan) তুলনায় জামশেদপুর এফসি’র বিরুদ্ধে আমাদের তুলনামূলক ভাল পারফরম্যান্স ছিল। সেটা নিয়েই ফুটবলারদের ভাবতে বলেছি।
আইএসএলের ( ISL) সমস্যা হল, রিকভারির জন্য সময় খুব কম পাওয়া যায়। ক্লান্তি বড় ফ্যাক্টর। তাই মোহনবাগান ম্যাচে চারটি পরিবর্তন করতে বাধ্য হই। মঙ্গলবারও ইস্টবেঙ্গলের প্রথম একাদশে পরিবর্তন হবে। দলে পরিবর্তন হবে। গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের ( Arindam Bhattacharya) বদলে দুর্গ আগলাবেন শুভম সেন। ক্রমশ ফিট হয়ে ওঠা আদিল খানকে ( Adil Khan) ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলানো হতে পারে।
প্রতিযোগিতার প্রথম দু’টি ম্যাচে ইস্ট বেঙ্গল ফরোয়ার্ডদের পারফরম্যান্স নিয়ে সমর্থকরা হতাশ। সেই নিয়ে প্রশ্ন উঠলে স্ট্রাইকারদের আড়াল করে ডিয়াজের বক্তব্য,দলের অনেকেই ভালো খেলতে পারছে না। শুধু ড্যানিয়েল চিমা ( Daniel Chima) -নাওরেম মহেশ সিংদের দোষ দিয়ে লাভ নেই। অন্যদিকে ওড়িশা এফসি কোচ কিকো রামিরেজের বক্তব্য, প্রথম ম্যাচে বিএফসি’র মতো শক্তিশালী দলকে হারিয়ে ফুটবলাররা আত্মবিশ্বাসী। সেট পিস থেকে গোল করা প্রতি ম্যাচেই অনুশীলন করান কোচ ডিয়াজ। কিন্তু গোল পেলেও গোল ধরে রাখতে হবে ইস্টবেঙ্গলকে। আজ প্রথম তিন পয়েন্ট আসে কিনা লাল হলুদের ঝুলিতে সেটাই দেখার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ISL 2021-22, SC East Bengal