Cristiano Ronaldo on Messi Ballon d'Or : মেসির সেরা পুরস্কার দেখে হিংসেতে জ্বলছেন রোনাল্ডো! কী বললেন পর্তুগিজ তারকা?

Last Updated:

Cristiano Ronaldo blames France football editor. ব্যালন ডি'অর নিয়ে মিথ্যাচার করেছেন ফরাসি ফুটবল এডিটর বলছেন রোনাল্ডো

মেসির ব্যালন ডি'ওর জেতায়
খুশি রোনাল্ডো
মেসির ব্যালন ডি'ওর জেতায় খুশি রোনাল্ডো
২০১০ সালের পর আবার ব্যালন ডি অর র‍্যাংকিংয়ে সেরা পাঁচের বাইরে ছিটকে গেছেন পর্তুগিজ তারকা, হয়েছেন ষষ্ঠ। শুধু ব্যালন ডি অর পুরস্কারে পিছিয়ে পড়াই নয়, গত কয়েকদিন ধরে একটি খবর ঘিরে আলোচনায় রয়েছেন রোনাল্ডো। যেখানে ফ্রান্স ফুটবলের সম্পাদক প্যাসকেল ফেরে (France Football editor Pascal Ferre) বলেছিলেন, রোনাল্ডোর ক্যারিয়ারের একমাত্র লক্ষ্য হল, অবসরের আগে মেসির চেয়ে বেশি ব্যালন ডি অর জেতা।
advertisement
advertisement
ফেরে দাবি করেছিলেন, রোনাল্ডো নিজেই তার কাছে এই কথা বলেছেন। যেহেতু ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকেই দেওয়া হয় ব্যালন ডি অর পুরস্কার, তাই সবাই ফেরের এই মন্তব্যকে সত্যই ধরে নিয়েছিলেন। কিন্তু পর্তুগিজ তারকা জানালেন, পুরোপুরি মিথ্যাচার করেছেন ফেরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশদ বার্তায় ফেরের মন্তব্যের বিপরীতে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন রোনালদো। যেখানে জানিয়েছেন, তার ক্যারিয়ারের বড় লক্ষ্য হল জাতীয় দল ও ক্লাবের হয়ে যত বেশি সম্ভব শিরোপা জয়।
advertisement
আজকের এই লেখায় আমি প্যাসকেল ফেরের গত সপ্তাহে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা করব। যেখানে তিনি বলেছেন, ক্যারিয়ার শেষ করার আগে আমার একমাত্র লক্ষ্য হল লিওনেল মেসির চেয়ে বেশি গোল্ডেন বল জেতা। নিজের নাম ও যেখানে কাজ করে সেখানের প্রচারণার জন্য প্যাসকেল ফেরে মিথ্যা বলেছে। এই ধরনের মর্যাদাপূর্ণ পুরস্কার (ব্যালন ডি অর) দেওয়ার পেছনে যার অবদান রয়েছে, তার কাছ থেকে এমন মিথ্যাচার অগ্রহণযোগ্য। আমি কখনও কারও বিপক্ষে জিতি না।
advertisement
রোনাল্ডো মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন। যারা মনে করেন তার সঙ্গে মেসির সম্পর্ক ভাল নয়, তারা ভুল। মেসি এবং রোনাল্ডোর দ্বৈরথ মিডিয়ার তৈরি করা। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে তাঁর শ্রদ্ধার সম্পর্ক জানিয়েছেন রোনাল্ডো। এখন তারা দুটো ভিন্ন লিগে খেলেন। কিন্তু মেসি যখন বার্সেলোনায়, রোনাল্ডো তখন রিয়াল মাদ্রিদে। সেই সময় থেকে দুজনের সম্পর্ক।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Cristiano Ronaldo on Messi Ballon d'Or : মেসির সেরা পুরস্কার দেখে হিংসেতে জ্বলছেন রোনাল্ডো! কী বললেন পর্তুগিজ তারকা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement