#লন্ডন: লিওনেল মেসি সাত নম্বর ( Lionel Messi seventh Ballon d'Or) ব্যালন ডি'অর জেতার কারণে তিনি নাকি হিংসায় ভুগছেন। তবে এমন দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( Cristiano Ronaldo on Messi Ballon d'Or). । তিনি মন থেকে চাননি মেসি এই পুরস্কার জিতুন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেও এই পুরস্কার জিতেছেন পাঁচ বার। সোমবার রাতে রেকর্ড সপ্তম ব্যালন ডি অর জিতেছেন লিওনেল মেসি। এ রাতটি ঠিক বিপরীত ছিল মেসির চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য।
২০১০ সালের পর আবার ব্যালন ডি অর র্যাংকিংয়ে সেরা পাঁচের বাইরে ছিটকে গেছেন পর্তুগিজ তারকা, হয়েছেন ষষ্ঠ। শুধু ব্যালন ডি অর পুরস্কারে পিছিয়ে পড়াই নয়, গত কয়েকদিন ধরে একটি খবর ঘিরে আলোচনায় রয়েছেন রোনাল্ডো। যেখানে ফ্রান্স ফুটবলের সম্পাদক প্যাসকেল ফেরে (France Football editor Pascal Ferre) বলেছিলেন, রোনাল্ডোর ক্যারিয়ারের একমাত্র লক্ষ্য হল, অবসরের আগে মেসির চেয়ে বেশি ব্যালন ডি অর জেতা।
ফেরে দাবি করেছিলেন, রোনাল্ডো নিজেই তার কাছে এই কথা বলেছেন। যেহেতু ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকেই দেওয়া হয় ব্যালন ডি অর পুরস্কার, তাই সবাই ফেরের এই মন্তব্যকে সত্যই ধরে নিয়েছিলেন। কিন্তু পর্তুগিজ তারকা জানালেন, পুরোপুরি মিথ্যাচার করেছেন ফেরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশদ বার্তায় ফেরের মন্তব্যের বিপরীতে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন রোনালদো। যেখানে জানিয়েছেন, তার ক্যারিয়ারের বড় লক্ষ্য হল জাতীয় দল ও ক্লাবের হয়ে যত বেশি সম্ভব শিরোপা জয়।
আজকের এই লেখায় আমি প্যাসকেল ফেরের গত সপ্তাহে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা করব। যেখানে তিনি বলেছেন, ক্যারিয়ার শেষ করার আগে আমার একমাত্র লক্ষ্য হল লিওনেল মেসির চেয়ে বেশি গোল্ডেন বল জেতা। নিজের নাম ও যেখানে কাজ করে সেখানের প্রচারণার জন্য প্যাসকেল ফেরে মিথ্যা বলেছে। এই ধরনের মর্যাদাপূর্ণ পুরস্কার (ব্যালন ডি অর) দেওয়ার পেছনে যার অবদান রয়েছে, তার কাছ থেকে এমন মিথ্যাচার অগ্রহণযোগ্য। আমি কখনও কারও বিপক্ষে জিতি না।
রোনাল্ডো মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন। যারা মনে করেন তার সঙ্গে মেসির সম্পর্ক ভাল নয়, তারা ভুল। মেসি এবং রোনাল্ডোর দ্বৈরথ মিডিয়ার তৈরি করা। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে তাঁর শ্রদ্ধার সম্পর্ক জানিয়েছেন রোনাল্ডো। এখন তারা দুটো ভিন্ন লিগে খেলেন। কিন্তু মেসি যখন বার্সেলোনায়, রোনাল্ডো তখন রিয়াল মাদ্রিদে। সেই সময় থেকে দুজনের সম্পর্ক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cristiano Ronaldo, Lionel Messi