East Bengal: কলকাতা লিগে ভাঙাচোরা খিদিরপুরকে হারিয়ে খেতাব দৌড়ে ফেরার লক্ষ্যে ইস্টবেঙ্গল

Last Updated:

লিগ এখনও ওপেন। জিততে পারে যে কোনও দল, বলছেন বিনো জর্জ।

কলকাতা লিগে ভাঙাচোরা খিদিরপুরকে হারিয়ে খেতাব দৌড়ে ফেরার লক্ষ্যে ইস্টবেঙ্গল (Photo Courtesy: East Bengal)
কলকাতা লিগে ভাঙাচোরা খিদিরপুরকে হারিয়ে খেতাব দৌড়ে ফেরার লক্ষ্যে ইস্টবেঙ্গল (Photo Courtesy: East Bengal)
পারাদীপ ঘোষ, কলকাতা: মহমেডান ম্যাচের ভুল আর করতে চায় না ইস্টবেঙ্গল। ভাঙাচোরা খিদিরপুরের বিরুদ্ধে নিজেদের মাঠে নামার আগে তাই রিজার্ভ বেঞ্চের ফুটবলারদেরই প্রাধান্য দিচ্ছেন কোচ বিনো জর্জ। খিদিরপুর ম্যাচের তিনটে পয়েন্ট বদলে দিতে পারে লিগ টেবিলের ওঠা পড়া। তাকিয়ে থাকতে হবে কিশোরভারতী স্টেডিয়ামে মহমেডান বনাম ডায়মন্ড হারবার ম্যাচের দিকেও। তবে ইস্টবেঙ্গল কোচ মানছেন একটা তিন পয়েন্ট বদলে দেবে ফুটবলারদের আত্মবিশ্বাস। তাই মঙ্গলবার নিজেদের মাঠে খিদিরপুরের বিরুদ্ধে জয় তুলে নিতে মরিয়া ইস্টবেঙ্গল।
জেসিন, রোশালদের পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে লাল হলুদকে। খিদিরপুর ম্যাচে ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশে ফিরতে পারেন দীপ সাহা। তবে অভিষেক কুঞ্জাম ও আমন সিকে-কে চোটের জন্য পাবেন না বিনো জর্জ।
advertisement
খাতায়-কলমে কলকাতা লিগ এখনও ওপেন। তবে মহমেডানের বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর খেতাব দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে লাল হলুদ। এই অবস্থায় মঙ্গলবার নিজেদের মাঠে সুপার সিক্সের পরবর্তী ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ সুপার সিক্সের দুর্বলতম খিদিরপুর।
advertisement
খিদিরপুরের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে আবারও দলকে খেতাব দৌড়ে ফিরিয়ে আনার চেষ্টায় মরিয়া কোচ বিনো জর্জ। গ্রুপ পর্যায়ে যে সকল ফুটবলাররা খেলেছিলেন, তারা অধিকাংশই ক্লাব ছেড়েছেন। ফলে সুপার সিক্স পর্যায়ে দল গড়তে হিমশিম খাওয়ার অবস্থা খিদিরপুরের। এই অবস্থায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পয়েন্টের আশা করছেন না খিদিরপুরের কর্তা অমিতাভ বিশ্বাস বা আকাশ দাসরা। সম্মানজনক ভাবে ম্যাচ শেষ করতে পারাটাই তাদের কাছে অনেক।
advertisement
অন্যদিকে একটা জয় দলের চেহারা পাল্টে দেবে, এই আশা ভরসাতেই  গিল, অতুল উন্নিকৃষ্ণণন, জেসিন টিকেদের তাতাচ্ছেন কোচ বিনো জর্জ। ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবলারদের খিদিরপুরের বিরুদ্ধে খেলার সম্ভাবনা কম। খিদিরপুর জয় করতে মঙ্গলবার কেরালাইট কোচ ফিরে যাবেন পুরনো ফর্মুলাতেই। মহীতোষ, নিরঞ্জনের মতো জুনিয়রদের ওপরেই ভরসা রাখবেন বলেই ক্লাব সূত্রে খবর। ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে ম্যাচ শুরু দুপুর তিনটেয়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal: কলকাতা লিগে ভাঙাচোরা খিদিরপুরকে হারিয়ে খেতাব দৌড়ে ফেরার লক্ষ্যে ইস্টবেঙ্গল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement