Mohammedan Sporting Club: কিশোরভারতীতে আজ বদলার ম্যাচ ! সুপার সিক্সে মুখোমুখি ডায়মন্ড ও মহমেডান
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:PARADIP GHOSH
Last Updated:
গ্রুপ লিগে মহামেডানকে হারিয়েছিল ডায়মন্ড। আজকের ম্যাচে টিকিট মূল্য রাখেনি আইএফএ।
পারাদীপ ঘোষ, কলকাতা: কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনে গ্রুপ পর্যায়ের ম্যাচে টানটান লড়াইয়ে জয় এসেছিল কিবু ভিকুনার ডায়মন্ডের। আজ তারই বদলা নিতে সুপার সিক্সে নামছে মহমেডান স্পোর্টিং। আজকের ম্যাচের জয়-পরাজয় অনেক ক্ষেত্রে নির্ধারণ করে দেবে চলতি মরশুমে কলকাতা লিগ খেতাবের ভাগ্য। সেই দিক দিয়ে কিশোরভারতী স্টেডিয়ামে আজকের মহমেডান বনাম ডায়মন্ডহারবারের ম্যাচ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
একটা দল ৩৮-এ দাঁড়িয়ে। অন্যটি ৩২ পয়েন্টে। পয়েন্টের নিরিখে মহমেডান এগিয়ে থাকলেও তিনটি ম্যাচ বেশি খেলেছে সাদা কালো শিবির। সেই হিসেবে কলকাতা লিগের সুপার সিক্সে মঙ্গলবার কিশোরভারতীতে খেতাব দৌড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। এই মুহূর্তে যে দুরন্ত ছন্দে রয়েছেন ডেভিড, রেমসাঙ্গারা, তাতে মঙ্গলের কিশোরভারতীতে তাদের দিকেই বাজি ঢলে। তবে পিছিয়ে থাকবে না ডায়মন্ডহারবার এফসি-ও।
advertisement
advertisement
মোহনবাগান, মহমেডানের মতো বড় দলকে হেলায় উড়িয়ে দিয়েছে। গ্রুপ লিগ শেষ করেছে ৩২ পয়েন্টে। কলকাতা লিগে গ্রুপের সাক্ষাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারিয়েছে সাদা-কালো শিবিরকে! সেই ডায়মন্ডহারবারের বিরুদ্ধেই ফের নামছে মহমেডান স্পোর্টিং।

advertisement
বদলার ম্যাচ? দীপেন্দু থেকে চেরনিশভ, মানছেন না! বরং তিন পয়েন্ট তুলে নিয়ে খেতাব দৌড়ে আরেক কদম এগিয়ে যাওয়াটাই লক্ষ্য সাদা-কালোর। গ্রুপ লিগের ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল ডায়মন্ডহারবার। ডায়মন্ড কোচ কিবু ভিকুনার মনে রয়েছে সেই ম্যাচ। সেই অর্থে মহমেডান চেনা প্রতিপক্ষ। তবু সুপার সিক্স শুরুর আগে বাড়তি সতর্ক ডায়মন্ডের স্প্যানিশ কোচ।
advertisement
অন্যদিকে ক্লান্তি ফ্যাক্টর হতে পারে সাদা কালোয়। আই লিগের প্রস্তুতি শুরু করার কারণে তড়িঘড়ি কলকাতা লিগের ম্যাচ শেষ করার নিদান দিয়েছিলেন সাদাকালো ক্লাব কর্তারা। কিন্তু সেই নিদানই বুমেরাং হবে না তো? এটাই তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে সাদাকালো সমর্থকদের। এই ম্যাচের জন্য কোন টিকিট মূল্য রাখেনি আইএফএ। আগে এলে আগে পাবে, ভিত্তিতে পাঁচ হাজার ম্যাচ টিকিট ছাড়া হয়েছে। অনির্বাণ দত্ত জানান, ‘‘ফুটবলের প্রসারেই কলকাতা লিগ! এবার এই ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে মারাত্মক উন্মাদনা, সেই কারণেই মহমেডান বনাম ডায়মন্ডহারবার ম্যাচে সমর্থকদের জন্য ফ্রি এন্ট্রির ব্যবস্থা রাখা হয়েছে।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 26, 2023 9:02 AM IST