Shukra Gochar 2023: অক্টোবর মাসে মালামাল হতে চলেছেন এই তিন রাশির জাতক-জাতিকারা; কন্যা রাশিতে প্রবেশ করছেন শুক্র
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
নভেম্বরে অবশ্য সিংহ রাশিতে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবেন। অক্টোবর মাসে শুক্র গ্রহের গোচরের কারণে তিনটি রাশির জাতক-জাতিকারা দুর্দান্ত ফল পাবেন। জেনে নেওয়া যাক সেই রাশিগুলির বিষয়ে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহের রাশি পরিবর্তন মানব জীবনের উপর ব্যাপক প্রভাব ফেলে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই বিভিন্ন গ্রহ নিজেদের রাশি পরিবর্তন করবেন। এই তালিকায় রয়েছেন সুখ, সমৃদ্ধি এবং ঐশ্বর্যের গ্রহ। জ্যোতিষশাস্ত্র মতে, আগামী ২ অক্টোবর রাত ১টা ০২ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবেন শুক্র। নভেম্বরে অবশ্য সিংহ রাশিতে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবেন। অক্টোবর মাসে শুক্র গ্রহের গোচরের কারণে তিনটি রাশির জাতক-জাতিকারা দুর্দান্ত ফল পাবেন। জেনে নেওয়া যাক সেই রাশিগুলির বিষয়ে।
advertisement
কর্কট রাশি: কন্যা রাশিতে শুক্র গ্রহের প্রবেশের ফলে কর্কট রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে সুবর্ণ সুযোগ পেতে চলেছেন। চাকরিজীবীরা এই সময়টায় পদোন্নতি এবং আয় বৃদ্ধির স্বাদ পাবেন। আর যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের অপেক্ষার অবসান হবে। ফলে শীঘ্রই চাকরি পেতে পারেন তাঁরা। হাতে প্রচুর অর্থ আসবে। সেই সঙ্গে সঞ্চয় করতেও সক্ষম হবেন এই রাশির জাতক-জাতিকারা। সন্তানকে নিয়ে কোনও ভাল খবর পেতে পারেন।
advertisement
কন্যা রাশি: যেহেতু শুক্র গ্রহ কন্যা রাশিতে গমন করবেন, তাই কন্যা রাশির জাতক-জাতিকারা সব দিক থেকে ভাল খবর পেতে চলেছেন। আর ভাগ্যও থাকবে সহায়। জীবনে সুখের সঞ্চার ঘটতে পারে। কর্মজীবনেও উন্নতির স্বাদ মিলবে। নতুন সুযোগ এসে উপস্থিত হবে। যে কাজে হাত দেবেন এই সময়, সেই কাজেই সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। অর্থনৈতিক লাভের মুখ দেখবেন এবং আর্থিক অবস্থা মজবুত হবে।
advertisement
বৃশ্চিক রাশি: এই শুক্র গোচর বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জন্য কোনও আশীর্বাদের থেকে কম কিছু নয়। নানা দিক থেকে ধন-সম্পদ লাভের যোগ প্রবল। নতুন নতুন উৎস থেকে অর্থ আয় হবে। কোথাও ভ্রমণের থেকেও লাভ হবে। পরিস্থিতিও অনুকূল থাকবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কেরিয়ারের দিক থেকে নতুন নতুন সুযোগ সামনে আসবে। সব মিলিয়ে এই রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল সময়ের আগমন ঘটবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)